মাথায় ইট পড়ে মৃত্যু: দীপু সানার নিরাপত্তা দিতে ব্যর্থতায় হাইকোর্টের প্রশ্ন

হাইকোর্ট
ফাইল ছবি

সদরঘাট থেকে বাড়ি যাওয়ার পথে গত ১০ জানুয়ারি মৌচাক মার্কেট এলাকায় মাথায় ইট পড়ে মারা যাওয়া বাংলাদেশ ব্যাংক কর্মকর্তা দীপু সানাকে নিরাপত্তা ও সুরক্ষা দিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ব্যর্থতা প্রশ্ন তুলেছে হাইকোর্ট।

অফিস থেকে হেঁটে ফেরার পথে মাথায় ইট পড়ে দীপু সানার (৩৭) মৃত্যুর ঘটনায় সাধারণ নাগরিকদের জন্য সুরক্ষা ও নিরাপদ ফুটপাদ দিতে সরকারের ব্যর্থতা কেন বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত।

এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা চেয়ে আইনজীবী মোস্তফা মোশাররফ হোসেনের জনস্বার্থে দায়ের করা একটি রিট আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. আতাবুল্লাহর হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।

রিটকারীর পক্ষে ছিলেন আইনজীবী মুহাম্মদ সাফওয়ান করিম এবং রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তুষার কান্তি রায়।

 

Comments