সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে দেশে অসন্তোষ সৃষ্টির চেষ্টা করে বিএনপি-জামায়াত: আইনমন্ত্রী

আনিসুল হক। ছবি: স্টার

যেকোনো ছোটখাটো ব্যাপার নিয়ে বিএনপি-জামায়াত সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে দেশে অসন্তোষ সৃষ্টির চেষ্টা করে বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক।

আজ শনিবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলা পরিষদ মাঠে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত গণসংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) আসন থেকে টানা তিনবারের সংসদ সদস্য এবং একইসঙ্গে টানা তিনবার আইনমন্ত্রী হিসেবে দায়িত্ব পাওয়ায় আনিসুল হককে এ গণসংবর্ধনা দেওয়া হয়।

আইনমন্ত্রী বলেন, 'দেশে ষড়যন্ত্র কিন্তু এখনো বন্ধ হয়নি। সারা বিশ্বের নেতাদের সঙ্গে যোগসাজশ করে বিএনপি-জামায়াত একটা ষড়যন্ত্র করতে চাচ্ছিল। প্রত্যেকবার যখন আমরা জনগণের ভোটের নির্বাচন দেই, তখন বিএনপি-জামায়াত ষড়যন্ত্র শুরু করে, যাতে পেছনের দরজা দিয়ে তারা ক্ষমতায় আসতে পারে এবং নির্বাচন যেন বাংলাদেশে না হয়, গণতন্ত্র যেন প্রতিষ্ঠা না পায়।'

তিনি বলেন, 'আপনারা এ ব্যাপারে সতর্ক থাকবেন।'

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আখাউড়া পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তাকজিল খলিফা কাজল। বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সাবেক সংসদ সদস্য মো. শাহজাহান আলম সাজু এবং আখাউড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী চৌধুরী।

Comments

The Daily Star  | English

'State intelligence agency' is attempting to form political party, Rizvi alleges

Doubts are growing as to whether there are subtle efforts within the government to weaken and break the BNP, he also said

1h ago