মা জীবনের শেষ যুদ্ধটা করেছে: আরিফিন শুভ

মা জীবনের শেষ যুদ্ধটা করেছে: আরিফিন শুভ
মা খাইরুন নাহারের সঙ্গে আরিফিন শুভ। ছবি: সংগৃহীত

অভিনেতা আরিফিন শুভর মা খাইরুন নাহার মারা গেছেন।

রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল বুধবার রাত ১১টা ৫৫ মিনিটে তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৭০ বছর।

আরিফিন শুভর পারিবারিক সূত্র দ্য ডেইলি স্টারকে এই তথ্য নিশ্চিত করে জানিয়েছে, গত ২১ জানুয়ারি দুপুরে অসুস্থ হয়ে পড়েন খাইরুন নাহার। এরপর থেকে হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন ছিলেন তিনি। মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে গতকাল তার মৃত্যু হয়। ২০১৭ সাল থেকে তিনি সিজোফ্রেনিয়া রোগে ভুগছিলেন।

মায়ের মৃত্যুতে শুভ দেশেবাসীর কাছে দোয়া চেয়ে নিজের ভেরিফায়েড ফেসবুকে লিখেছেন, 'আমার মা আল্লাহর কাছে চলে গেছেন। ২১ জানুয়ারি দুপুরে মা হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ে। এরপর থেকে হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে মা জীবনের শেষ যুদ্ধটা করেছে। মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে সেটা শেষ হয়েছে ২৪ জানুয়ারি রাত ১১টা ৫৫ মিনিটে।'

'বাদ ফজর ঢাকার কালোনী কেন্দ্রীয় জামে মসজিদ ও জামেউল উলুম মাদ্রাসা কমপ্লেক্সে জানাজা শেষে মাকে শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হয়েছে। এর আগেও আপনারা সবাই আমার মায়ের জন্য দোয়া করেছেন। এবারও আপনারা আমার মাকে দোয়ায় রাখবেন, ইনশাআল্লাহ।'

Comments

The Daily Star  | English

Admin officers protest plan for more non-admin deputy secretaries

Non-admin officers announce strike tomorrow, demanding exam-based promotions

1h ago