অস্কার ২০২৪: সবচেয়ে বেশি মনোনয়ন পেল ‘ওপেনহেইমার’, তালিকায় আরও যারা

এ বছর অস্কার পুরস্কারের জন্য মনোনয়ন তালিকা ঘোষণা করা হয়েছে।   

আজ মঙ্গলবার বাংলাদেশ সময় সন্ধ্যায় মনোনয়ন তালিকা ঘোষণা করেন জার্মান-আমেরিকান অভিনেত্রী জাসি বিটস ও আমেরিকান অভিনেতা জ্যাক কুয়েড। তার আগে স্বাগত বক্তব্য রাখেন অ্যাকাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেসের সভাপতি জ্যানেট ইয়াং।

আগামী ১০ মার্চ যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসের ডলবি থিয়েটারে ৯৬তম অস্কার বিজয়ীদের হাতে সোনালি ট্রফি তুলে দেওয়া হবে।

এক নজরে অস্কারের মনোনয়ন:

সেরা সিনেমা:

আমেরিকান ফিকশন, অ্যানাটমি অব অ্য ফল, বার্বি, দ্য হোল্ডওভারস, কিলার্স অব দ্য ফ্লাওয়ার মুন, মায়েস্ত্রো, ওপেনহেইমার, পাস্ট লাইভস, পুওর থিংস, দ্য জোন অব ইন্টারেস্ট।

সেরা নির্মাতা:

জাস্টিন ট্রিয়েট (অ্যানাটমি অব এ ফল), মার্টিন স্করসেজি (কিলার্স অব দ্য ফ্লাওয়ার মুন), ক্রিস্টোফার নোলান (ওপেনহেইমার), ইয়োর্গস লান্থিমোস (পুওর থিংস), জোনাথন গ্লেজার (দ্য জোন অব ইন্টারেস্ট)।

সেরা অভিনেত্রী:

অনেট বেনিং (নায়াড), লিলি গ্ল্যাডস্টোন (কিলারস অব দ্য ফ্লাওয়ার মুন), সান্ড্রা হলার (অ্যানাটমি অব অ্য ফল), কেরি মুলিগান (মায়েস্ত্রো), এমা স্টোন (পুওর থিংস)।

সেরা অভিনেতা:

ব্রাডলি কুপার (মায়েস্ত্রো), কোলম্যান ডেমিঙ্গো (রাস্টিন), পল জিয়ামাটি, (দ্য হোল্ডওভারস), কিলিয়ান মারফি (ওপেনহেইমার), জেনিফার রাইট (আমেরিকান ফিকশন)।

সেরা পার্শ্ব অভিনেত্রী:

এমিলি ব্লান্ট (ওপেনহেইমার), ড্যানিয়েল ব্রুকস (দ্য কালার পার্পল), আমেরিকা ফেরারা (বার্বি), জুডি ফস্টার (নায়াড), ডা'ভাইন জয় র‍্যান্ডলফ (দ্য হোল্ডওভারস)।

সেরা পার্শ্ব অভিনেতা:

স্টার্লিং কে. ব্রাউন (আমেরিকান ফিকশন), রবার্ট ডি নিরো (কিলারস অব দ্য ফ্লাওয়ার মুন), রবার্ট ডাউনি জুনিয়র (ওপেনহেইমার), রায়ান গসলিং (বার্বি), মার্ক রাফালো (পুওর থিংস)।

বেস্ট অরিজিনাল স্ক্রিনপ্লে:

অ্যানাটমি অব অ্য ফল, দ্য হোল্ডওভারস, মায়েস্ত্রো, মে ডিসেম্বর, পাস্ট লাইভস।

বেস্ট অ্যাডাপ্টেড স্ক্রিনপ্লে:

আমেরিকান ফিকশন, বার্বি, ওপেনহেইমার, পুওর থিংস, দ্য জোন অব ইন্টারেস্ট।

বেস্ট সিনেমাটোগ্রাফি:

এল কোন্দে, কিলারস অব দ্য ফ্লাওয়ার মুন, মায়েস্ত্রো, ওপেনহেইমার, পুওর থিংস।

বেস্ট অরিজিনাল স্কোর:

আমেরিকান ফিকশন, ইন্ডিয়ানা জোনস অ্যান্ড দ্য ডায়াল অব ডেসটিনি, কিলারস অব দ্য ফ্লাওয়ার মুন, ওপেনহেইমার, পুওর থিংস।

বেস্ট অরিজিনাল সং:

'দ্য ফায়ার ইনসাইড' (ফ্লামিং হট), আই এম জাস্ট কেইন (বার্বি), ইট নেভার ওয়েন্ট এওয়ে (আমেরিজান সিম্ফোনি), ওয়াহজাজি- অ্য সং ফর মাই পিপল (কিলারস অব দ্য ফ্লাওয়ার মুন), হোয়াট ওয়াজ আই মেড ফর? (বার্বি)।

বেস্ট এডিটিং:

অ্যানাটমি অব অ্য ফল, দ্য হোল্ডওভারস, কিলারস অব দ্য ফ্লাওয়ার মুন, ওপেনহেইমার, পুওর থিংস।

বেস্ট অ্যানিমেটেড ফিচার:

দ্য বয় অ্যান্ড দ্য হেরন, এলিমেন্টাল, নিমোনা, রোবট ড্রিমস, স্পাইডার ম্যান: অ্যাক্রস দ্য স্পাইডার-ভার্স।

বেস্ট অ্যানিমেটেড শর্ট:

লেটার টু অ্যা পিগ, নাইন্টি ফাইভ সেন্সেস, আওয়ার ইউনিফর্ম, পাচিডার্মি, ওয়ার ইজ ওভার! ইনস্পারায়ড বাই দ্য মিউজিক অব জন অ্যান্ড ইওকো।

বেস্ট প্রোডাকশন ডিজাইন:

বার্বি, কিলারস অব দ্য ফ্লাওয়ার মুন, নেপোলিয়ন, ওপেনহেইমার, পুওর থিংস।

বেস্ট কস্টিউম ডিজাইন:

বার্বি, কিলারস অব দ্য ফ্লাওয়ার মুন, নেপোলিওন, ওপেনহেইমার, পুওর থিংস।

বেস্ট মেকআপ ও হেয়ারস্টাইলিং: 

গোল্ডা, মায়েস্ত্রো, ওপেনহেইমার, পুওর থিংস, সোসাইটি অব দ্য স্নো।

বেস্ট সাউন্ড:

দ্য ক্রিয়েটর, মায়েস্ত্রো, মিশন: ইম্পসিবল- ডেড রেকনিং পার্ট ওয়ান, ওপেনহেইমার, দ্য জোন অব ইন্টারেস্ট।

বেস্ট ভিজুয়াল ইফেক্টস:

দ্য ক্রিয়েটর, গডজিলা মাইনাস ওয়ান, গার্ডিয়ানস অব দ্য গ্যালাক্সি ভলিউম ৩, মিশন: ইম্পসিবল- ডেড রেকনিং পার্ট ওয়ান, নেপোলিয়ন।

বেস্ট ইন্টারন্যাশনাল ফিচার:

আইও ক্যাপিট্যানো, পারফেক্ট ডেস, সোসাইটি অব দ্য স্নো, দ্য টিচারস লাউঞ্জ, দ্য জোন অব ইন্টারেস্ট।

বেস্ট লাইভ অ্যাকশন শর্ট:

দ্য আফটার, ইনভিন্সিবল, নাইট অব ফরচুন, রেড, হোয়াইট অ্যান্ড ব্লু, দ্য ওয়ান্ডারফুল স্টোরি অব হেনরি সুগার।

Comments

The Daily Star  | English

Dhaka sends diplomatic note to Delhi to send back Hasina: foreign adviser

The Ministry of Foreign Affairs has sent a diplomatic note to the Indian government to send back ousted former prime minister Sheikh Hasina to Dhaka.

4h ago