জোভানের বিয়ের একগুচ্ছ ছবি

জোভান ও তার স্ত্রী নির্জনা। ছবি: সংগৃহীত

টেলিভিশন অভিনেতা ফারহান আহমেদ জোভান বিয়ে করেছেন গত ১২ জানুয়ারি।  বিয়ের পর আনুষ্ঠানিকভাবে স্ত্রীর সঙ্গে তেমন কোনো ছবি প্রকাশ্যে আনেননি তিনি।

জোভান ও তার স্ত্রী নির্জনা। ছবি: সংগৃহীত

বিয়ের দিন সাদাকালো একটি ছবি পোস্ট করেছিলেন জোভান। এবার স্ত্রীর ছবি প্রকাশ্যে এনেছেন।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বিয়ের কয়েকটি ছবি পোস্ট করেন জোভান। সেখানে তার স্ত্রীকে দেখতে পাওয়া যায়।

জোভান ও তার স্ত্রী নির্জনার সঙ্গে সাফা কবির। ছবি: সংগৃহীত

জোভানের স্ত্রী সাজিন আহমেদ নির্জনা। তার বাড়ি পুরান ঢাকায়। ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন তিনি।

বিয়ের আগে থেকেই পরিচয় ছিল দুজনের। দুই পরিবারের সম্মতিতে পারিবারিকভাবেই বিয়ে হয়েছে।

জোভানের বিয়ের অনুষ্ঠানে নায়ক সিয়াম আহমেদ, তৌসিফ মাহবুব, অভিনেত্রী মুমতাহিনা চৌধুরী টয়া ও সাফা কবিরদের দেখা গেছে।

জোভানের বিয়ের অনুষ্ঠানে নায়ক সিয়াম আহমেদ, তৌসিফ মাহবুব, অভিনেত্রী মুমতাহিনা চৌধুরী টয়া ও সাফা কবিরদের দেখা গেছে। ছবি: সংগৃহীত

 

Comments