কুড়িগ্রামে নসিমন-মোটরসাইকেল সংঘর্ষে বাবা-ছেলে নিহত

আজ রোববার ভুরুঙ্গামারী-সোনাহাট স্থলবন্দর সড়কের পাটেশ্বরী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ছবি: সংগৃহীত

কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে থ্রি-হুইলার নসিমনের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী বাবা ও ছেলে নিহত হয়েছেন। 

আজ রোববার সকালে ভুরুঙ্গামারী-সোনাহাট স্থলবন্দর সড়কের পাটেশ্বরী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

ভুরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন 

নিহতরা হলেন-ভুরুঙ্গামারীর সরকারটারি গ্রামের শহিদুল ইসলাম (৫০) ও তার ছেলে বিপ্লব হাসান (২৫)।

পুলিশ ও স্থানীয়রা জানায়, বিপ্লব ও তার বাবা শহিদুল সকাল ১০টার দিকে মোটরসাইকেলে চড়ে ভুরুঙ্গামারী শহর থেকে কচাকাটায় বাড়িতে ফিরছিলেন। পাটেশ্বরী এলাকায় ভুরুঙ্গামারীগামী একটি থ্রি-হুইলার নসিমনের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে তারা গুরুতর আহত হন। 

স্থানীয়রা আহত বাবা-ছেলেকে উদ্ধার করে ভুরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে, কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

ওসি রুহুল আমিন ডেইলি স্টারকে বলেন, 'ঘন কুয়াশার কারণে এ দুর্ঘটনা ঘটেছে। পুলিশ থ্রি-হুইলার নসিমনটি আটক করলেও, চালক পালিয়ে যেতে সক্ষম হয়েছে।'

এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।

Comments

The Daily Star  | English

New Hampshire hamlet tied in first US Election day votes

Kamala Harris and Donald Trump each got three ballots in the tiny community in the northeastern state of New Hampshire

18m ago