নৌকার বিজয় মিছিল থেকে গাজীপুর সিটি প্যানেল মেয়রের বাড়িতে হামলা
গাজীপুর সিটি করপোরেশনের প্যানেল মেয়র ও ৩৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মাসুদুল হাসান বিল্লালের বাড়িতে নৌকার বিজয় মিছিল থেকে হামলা ও ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে।
সোমবার রাতে পুবাইলের শুকন্দিরবাগ এলাকায় এ ঘটনা ঘটে।
এ ঘটনায় ৩ জন আহত হয়েছেন বলে জানান কাউন্সিলর। তারা হলেন, কাউন্সিলরের ছোট ভাইয়ের স্ত্রী পলি আক্তার, ছেলে মাহবুব হাসান রিবেল ও আল আমিন।
কাউন্সিলর মাসদুল হাসান বিল্লাল দ্য ডেইলি স্টারকে বলেন, 'আমি আমার নেতাকর্মীদের নিয়ে স্বতন্ত্র প্রার্থী কাজী আলিম উদ্দিন বুদ্দিনের (ট্রাক) পক্ষে কাজ করেছি। আজ ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য সচিব শাহিনুর আলম মৃধার নেতৃত্বে নৌকার একটি বিজয় মিছিল হয়। সে মিছিল থেকে আমার বাড়িতে হামলা ও ভাঙচুর করা হয়। এসময় মিছিলকারীরা আমার বাড়ির ভেতর ঢুকে আমার ছোট ভাইয়ের স্ত্রী, আমার ছেলে ও আমার কার্যালয়ে সেবা নিতে আসা এক ব্যক্তিকে মারধর করে।'
এ বিষয়ে অভিযুক্ত শাহিনুর আলম মৃধা ডেইলি স্টারকে বলেন, 'আমরা নৌকার আনন্দ মিছিল করেছি। মারধরের ঘটনা ঘটেনি।'
পুবাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান ডেইলি স্টারকে বলেন, 'নৌকার বিজয় মিছিল হয়েছে শুনেছি। মিছিলে বাজি ফোটানো হয়েছে। মিছিলের লোকজন কাউন্সিলরের ছেলেকে সামনে পেয়ে চর-থাপ্পড় দিয়েছে। তবে আমি কোনো অভিযোগ পাইনি।'
গতকাল অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর-২ আসনে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন নৌকার প্রার্থী জাহিদ আহসান রাসেল।
Comments