নওগাঁ-২ আসনে ভোটের দিনক্ষণ ঘোষণা করল ইসি

election_symbolic-photo_ds
প্রতীকী ছবি

একজন প্রার্থীর মৃত্যুতে স্থগিত হওয়া নওগাঁ-২ আসনের ভোটগ্রহণের নতুন দিনক্ষণ ঘোষণা করেছে নির্বাচন কমিশন।

আগামী ১২ ফেব্রুয়ারি এই আসনে ভোটগ্রহণ হবে। আজ সোমবার ইসির প্রজ্ঞাপন দিয়ে এই তথ্য জানিয়েছে।

পত্নীতলা ও ধামইরহাট উপজেলা নিয়ে গঠিত এই আসনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের স্বতন্ত্র প্রার্থী (ঈগল প্রতীক) আমিনুল হকের মৃত্যুতে ভোট গ্রহণ স্থগিত করা হয়েছিল। হৃদরোগে আক্রান্ত হয়ে ২৯ ডিসেম্বর ঢাকায় একটি হাসপাতালে মারা যান তিনি। সেদিনই এই আসনে ভোট স্থগিত করে নির্বাচন কমিশন। এর ফলে ৭ জানুয়ারি ২৯৯টি আসনে নির্বাচন অনুষ্ঠিত হয়।

নতুন প্রজ্ঞাপনে জানানো হয়, এই আসনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ১৭ জানুয়ারি। মনোনয়নপত্র বাছাই হবে এর পরদিন। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২৫ জানুয়ারি। প্রতীক বরাদ্দ দেওয়া হবে এর পরদিন। এর পর ১২ ফেব্রুয়ারি এই আসনে ভোটগ্রহণ হবে।

তবে এই আসনে যারা আগেই মনোনয়নপত্র ও জামানত জমা দিয়েছেন তাদেরকে নতুন করে মনোনয়নপত্র দাখিল করতে হবে না।

 

Comments

The Daily Star  | English
Milestone Jet crash

Milestone tragedy: 13 fighting for life in ICUs

Thirteen people, mostly children, were fighting for their lives in Intensive Care Units (ICUs) of hospitals yesterday, three days after a jet crashed into Milestone School & College in Uttara’s Diabari.

7h ago