চট্টগ্রাম-১৪

চন্দনাইশে ভোটকেন্দ্র দখল করতে গিয়ে সংঘর্ষ, র‍্যাবের লাঠিচার্জ

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দোহাজারীর জামির জুড়ি এলাকায় ভোটকেন্দ্র দখল নিয়ে নৌকা ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকরা সংঘর্ষে জড়ায়। ছবি: স্টার

ভোট গ্রহণের শেষ মুহূর্তে কেন্দ্র দখল করতে চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় দোহাজারীর জামির জুড়ি এলাকায় সংঘর্ষে জড়িয়েছেন নৌকা প্রার্থী ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকরা। এই ঘটনায় তিন জন আহত হয়েছে।

দোহাজারী জামিরজুরি আহমদুর রহমান বিদ্যালয় ভোটকেন্দ্রের সামনে এই ঘটনা ঘটেছে। বিকেল ৪টার কিছু আগে নৌকার প্রার্থী নজরুল ইসলাম চৌধুরী সমর্থকরা এবং সদ্য বিদায়ী উপজেলা চেয়ারম্যান ও স্বতন্ত্র প্রার্থী ট্রাক প্রতীকের আব্দুল জব্বার চৌধুরীর সমর্থকরা সেখানে সংঘর্ষে জড়ান।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, কেন্দ্রের বাইরে দুই পাশেই দুই প্রার্থীর সমর্থকরা অবস্থান নিয়ে ছিলেন। এক পর্যায়ে নৌকা প্রার্থীর লোকজন কেন্দ্রের ভিতরে ঢুকতে চাইলে বাধা দেন স্বতন্ত্র প্রার্থীর লোকজন। এক পর্যায়ে দুই পক্ষ ইটপাটকেল নিক্ষেপ শুরু করে। পরে র‍্যাব লাঠি নিয়ে তাদের ধাওয়া দিয়ে সরিয়ে দেয়।

ঘটনাস্থলে থাকা র‍্যাব-৭ এর সহকারী পুলিশ সুপার মাহতাব হোসেন দ্য ডেইলি স্টারকে বলেন, 'আমরা টহলে ছিলাম। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসে দুই পক্ষকে সংঘর্ষে লিপ্ত অবস্থায় পাই। একটি পক্ষ ভোটকেন্দ্রের ভিতরে প্রবেশের চেষ্টা করলে আমরা তাদেরকে ধাওয়া দিয়ে সরিয়ে দিয়েছি।'

'ভিতরে ভোট গণনা চলছে। গণনা শেষ না হওয়া পর্যন্ত আমরা এখানে থাকব', বলেন তিনি।

ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, রাস্তার উপর ইটের টুকরো ছড়িয়ে আছে। র‍্যাব, পুলিশ ও বিজিবির সদস্যরা রাস্তায় দাঁড়িয়ে আছেন।

অন্যদিকে গাছবাড়িয়া নিত্যানন্দ গৌরচন্দ্র সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের সামনেও নৌকা ও ট্রাক প্রতীকের প্রার্থীর সমর্থকরা মারামারিতে জড়ান। এই কেন্দ্রের সামনে প্রায় আধা ঘণ্টা ধরে দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়া হয়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

Comments

The Daily Star  | English

Daily Star’s photo exhibition ‘36 Days of July -- Saluting The Bravehearts’ begins

The event began with a one-minute silence to honour the students and people, who fought against fascism

14h ago