বরগুনা-১: মোবাইল নিয়ে ভোটকেন্দ্রে প্রবেশ, দুই প্রার্থীর এজেন্টকে একবছরের কারাদণ্ড

নৌকার এজেন্টের ৬ মাসের কারাদণ্ড
প্রতীকী ছবি। স্টার ডিজিটাল গ্রাফিক্স

ভোটকেন্দ্রে মোবাইল নিয়ে প্রবেশ করায় বরগুনা-১ (আমতলী, তালতলী ও বরগুনা সদর) আসনে দুই প্রার্থীর এজেন্টকে একবছর করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

আজ রোববার দুপুরে বরগুনা সদর উপজেলার বুড়িরচর ইউনিয়নের হাজার বিঘা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে এ ঘটনা ঘটে।

দ্য ডেইলি স্টারকে বিষয়টি নিশ্চিত করেছেন বরগুনা-১ আসনের নির্বাচনী ভিজিল্যান্স টিমের সদস্য মো. মনির হোসেন কামাল।

দণ্ডপ্রাপ্ত ওই দুই এজেন্ট হলেন- মো. মোখলেছুর রহমান এবং মো. মনির হোসেন।

এদের মধ্যে মোখলেছুর রহমান ন্যাশনাল পিপলস পার্টির মনোনীত প্রার্থী মাহবুবুর রহমান অভির আম প্রতীকের এজেন্ট হিসেবে দায়িত্ব পালন করছিলেন এবং মনির হোসেন দায়িত্ব পালন করছিলেন স্বতন্ত্র প্রার্থী মো. খলিলুর রহমানের ট্রাক প্রতীকের।

নির্বাচনী ভিজিল্যান্স টিমের মনির হোসেন কামাল ডেইলি স্টারকে বলেন, 'দণ্ডপ্রাপ্ত ওই দুই এজেন্ট ভোটকেন্দ্রের মধ্যে মোবাইল নিয়ে দায়িত্ব পালন করছিলেন। তারা মোবাইল ফোনের মাধ্যমে কক্ষের ভেতরের গোপনীয় তথ্য বাইরে ছড়িয়ে দিচ্ছিলেন।'

বিষয়টি জানার পর তাদের আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত তাদের একবছর করে কারাদণ্ড দেন বলে জানান তিনি।
 

Comments

The Daily Star  | English
National Board of Revenue

NBR doubles tax to 20% for refrigerator, AC and motorcycle makers

A notification was issued today to this effect

1h ago