দুপুর ২টা পর্যন্ত ভোটার উপস্থিতি যেমন

কুলাউড়া উপজেলার বাগৃহাল সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্র। ছবি: স্টার

আজ সকাল ৮টায় সারা দেশে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। চলবে বিকেল ৪টা পর্যন্ত।

বিভিন্ন জেলা থেকে দ্য ডেইলি স্টারের প্রতিবেদক ও প্রতিনিধিদের তথ্য অনুযায়ী, সকাল থেকে বেশিরভাগ কেন্দ্রে ভোটার উপস্থিতি ছিল কম। দুপুরের দিকে ভোটার উপস্থিতি বাড়লেও অধিকাংশ কেন্দ্রেই সংখ্যাটি আশানুরূপ নয়।

মানিকগঞ্জ ৩

মানিকগঞ্জ-৩ আসনের মানিকগঞ্জ পৌর এলাকা ও সদর উপজেলার কয়েকটি কেন্দ্রের তথ্য অনুযায়ী, দুপুর ২টা পর্যন্ত ভোটারের উপস্থিতি ছিল মাত্র ২৫ শতাংশ।

তিনটি ভোটকেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন। এছাড়া অন্যান্য কেন্দ্রে ভোটারদের উপস্থিতি আরও কম বলে জানা গেছে।

মানিকগঞ্জ সদর উপজেলার জাগীর ইউনিয়নের ঢাকুলী সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা আসাদুজ্জামান রুমেল জানান, কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ৩ হাজার ২১৭। দুপুর ২টা পর্যন্ত ভোট পড়েছে ৮০০টি।

বেতিলা-মিতরা ইউনিয়নের বেথুয়াজানি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রিসাইডিং কর্মকর্তা মো. আইউব রায়হান বলেন, 'কেন্দ্রের মোট ভোটার এক হাজার ৭৪২ জন। দুপুর ২টা পর্যন্ত ভোট পড়েছে ৪০০টি।''

পৌর এলাকার খানবাহাদুর আওলাদ হোসেন খান উচ্চ বিদ্যালয়ের প্রিসাইডিং কর্মকর্তা দিলারা হাসান বলেন, কেন্দ্রের মোট ভোটার ৩ হাজার ১২৯ জন। দুপুর ২টা পর্যন্ত ভোট পড়েছে ১ হাজার।

এই আসনে আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, ভোটারের উপস্থিতি ৬০ শতাংশের বেশি হবে।

অন্যদিকে, গণফোরাম মনোনীত উদীয়মান সূর্য প্রতীকের প্রার্থী, দলটির কেন্দ্রীয় কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মফিজুল ইসলাম খান কামাল বলেছিলেন, ভোটারের উপস্থিতি ৪০ শতাংশের বেশি হবে।

মৌলভীবাজার ২

মৌলভীবাজার ২ আসনে কুলাউড়া উপজেলার বাগৃহাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোটার সংখ্যা ২৫৫৫। দুপুর ২টা ৩৫ মিনিট পর্যন্ত ভোট পড়েছে ৪৬৪টি।

প্রিজাইডিং অফিসার মো. আমিনুর রহমান জানান, ১৮ শতাংশ ভোট পড়েছে।

সিলেট ৬

সিলেট ৬ আসনের বিয়ানীবাজার পঞ্চখন্ড হরগোবিন্দ স্কুলের পুরুষ কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ২৫০৫। দুপুর ২টা পর্যন্ত ভোট পড়েছে ৫৭৭টি। নারী কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ২৪১৪। দুপুর ২টা পর্যন্ত ভোট পড়েছে ৩৩০টি।

প্রিসাইডিং অফিসার আরিফুর রহমান ও প্রিসাইডিং অফিসার হাসিবুল হাসান এসব তথ্য জানান। কেন্দ্র ঘুরে দেখা গেছে, কয়েকটিতে জাতীয় পার্টি ও তৃণমূল বিএনপির এজেন্ট নেই। তবে নৌকা ও ঈগলের এজেন্ট আছে।

রাঙামাটি ২৯৯

রাঙামাটি ২৯৯ আসনের ২১৩টি ভোট কেন্দ্রে শহরে এলাকায় কিছু সংখ্যক ভোটার উপস্থিতি থাকলেও দুর্গম এলাকায় ভোটার উপস্থিতি একেবারেই কম।

রাঙামাটি সদর এলাকা বিভিন্ন কেন্দ্রগুলোতে দেখা যায়, দুপুর ২টা পর্যন্ত রাণী দয়াময়ী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট পড়েছে ৫৩৭টি, সেখানে ভোটার সংখ্যা ৩১৩৭।

শুক্রছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কেন্দ্রে ভোট পড়েছে ১১৫টি, এ কেন্দ্রে ভোটার সংখ্যা ১০৫৬।

নানিয়াচর উপজেলায় হাজাছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে ভোট পড়েছে ১৩টি, এই কেন্দ্রে ভোটার সংখ্যা ২৯১৬।

একই উপজেলায় ঘিলাছড়ি উচ্চ বিদ্যালয়ে ভোট পড়েছে ৭৪টি, এই কেন্দ্রে ভোটার সংখ্যা ৪৪৩২। বগাছড়ি পূর্ণবাসন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট পড়েছে ৭০৭, এই কেন্দ্রে ভোটার সংখ্যা ২৬৫০।

বাঘাইছড়ি উপজেলায় ভাইবোনছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ২টা পর্যন্ত কোনো ভোট পড়েনি, এই কেন্দ্রের ভোটার সংখ্যা ২১৪২।

এসব কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তাদের সঙ্গে কথা বলে এসব তথ্য পাওয়া গেছে।

জেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, রাঙামাটি আসনে এবার মোট ভোটার রয়েছে ৪ লাখ ৭৪ হাজার ৩৫৪ জন।

সরেজমিনে অধিকাংশ দুর্গম কেন্দ্রগুলোতে ভোটারদের ভিড় দেখা যায়নি।

পিরোজপুর ১

পিরোজপুর ১ আসনের উত্তর নামাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে দুপুর ২টা পর্যন্ত ভোট পড়েছে ৯২৬টি, এ কেন্দ্রে ভোটার সংখ্যা ২৬৪৫।

প্রিজাইডিং অফিসার সঞ্জীব কুমার সিকদার জানান, মোট ভোটারের ৩৫ শতাংশ ভোট পড়েছে।

আরেক রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ জাহেদুর রহমান জানান, সময়ের সঙ্গে ভোটারদের চাপ বাড়তে পারে।

Comments

The Daily Star  | English

Remittance-rich Sylhet ranks poorest in new index

Long seen as the “London of Bangladesh” for its foreign earnings and opulent villas, Sylhet has been dealt a sobering blow. The country’s first Multidimensional Poverty Index (MPI) has revealed that the division is, in fact, the poorest in Bangladesh when measured by access to education, healthc

6h ago