বরিশাল-৫

টাকা দিয়ে ‘ভোট ক্রয়’, ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতির ১৫ দিনের কারাদণ্ড

নৌকার এজেন্টের ৬ মাসের কারাদণ্ড
প্রতীকী ছবি। স্টার ডিজিটাল গ্রাফিক্স

টাকার বিনিময়ে ভোটারদের প্রভাবিত করায় বরিশাল-৫ আসনের অন্তর্গত বরিশাল সিটি করপোরেশনের ২২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতিকে ১৫ দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত।

কোতোয়ালি মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আমানুল্লাহ আল বারী জানান, শনিবার রাত ১০টার দিকে এই দণ্ডাদেশ দেওয়া হয়।

তিনি বলেন, '২২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মঞ্জুর মোর্শেদ তার এলাকায় ভোটারদের বাসায় গিয়ে টাকার বিনিময়ে ভোট দিতে প্রলুব্ধ করছিলেন। অভিযোগ পেয়ে তাকে আটক করে ভ্রাম্যমান আদালতে সোপর্দ করা হয়।'

তিনি আরও বলেন, 'মোর্শেদকে ১৫ দিনের কারাদণ্ড দেন সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমান আদালতের ম্যাজিস্ট্রেট আব্দুল মতিন খান। এ সময়ে তার কাছ থেকে ১৭ হাজার টাকা জব্দ করা হয়। তিনি স্বতন্ত্র প্রার্থী সালাউদ্দিন রিপনের সমর্থক বলে স্বীকার করেছেন।'

Comments

The Daily Star  | English

Dhaka condemns desecration of national flag in Kolkata

Condemns violent protests outside its Deputy High Commission in Kolkata

58m ago