ফরিদপুরে আওয়ামী লীগের নির্বাচনী জনসভা শুরু

ফরিদপুরে আওয়ামী লীগের জনসভা
নেতাকর্মীরদের উপস্থিতিতে ফরিদপুরে রাজেন্দ্র কলেজ মাঠে আওয়ামী লীগের নির্বাচনী জনসভা শুরু হয়েছে। ছবি: স্টার

ফরিদপুরের রাজেন্দ্র কলেজ মাঠে আওয়ামী লীগের নির্বাচনী জনসভা শুরু হয়েছে।

আজ মঙ্গলবার দুপুর ১টার দিকে কোরআন তেলাওয়াত, গিতা ও বাইবেল পাঠের মাধ্যমে এই সমাবেশ শুরু হয়। এরপর সমবেত কণ্ঠে জাতীয় সংগীত গাওয়া হয়।

এই জনসভায় আজ বিকাল ৩টায় যোগ দেবেন প্রধানমন্ত্রী ও দলের সভাপতি শেখ হাসিনা।

নির্বাচনী জনসভাকে কেন্দ্র করে আজ সকাল থেকেই আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতা–কর্মীরা আসতে শুরু করেন

ফরিদপুরের বিভিন্ন আসনে প্রতিদ্বন্দ্বিতাকারী দলের প্রার্থী, তাদের নেতা–কর্মীরা মিছিল করে এই সমাবেশে যোগ দিচ্ছেন। সবুজ, খয়েরি, হলুদ, সাদাসহ বিভিন্ন রঙের টি-শার্ট, টুপি পরে মিছিল নিয়ে আসেন দলের নেতাকর্মীরা।

ব্যানার, পোস্টার এবং জাতীয় ও দলীয় পতাকা নিয়ে তারা মিছিল করছেন। কাঠ ও কাগজের বিভিন্ন ধরনের নৌকা নিয়ে মিছিলে এসেছেন অনেকে। ঢোল, বাঁশিসহ নানা ধরনের বাদ্যের সঙ্গে তারা নেচে স্লোগান দিচ্ছেন।

ফরিদপুরে আওয়ামী লীগের নির্বাচনী জনসভা শুরু হয়েছে। ছবি: স্টার

দুপুর দেড়টার দিকে দেখা যায়, মাঠসংলগ্ন আশপাশের সড়কে বহু নেতা–কর্মী স্লোগান দিচ্ছেন, মিছিল করছেন।

সমাবেশ পরিচালনা করছেন ফরিদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শা মো. ইশতিয়াক আরিফ।

Comments

The Daily Star  | English

Those speaking against Tarique Rahman are enemies of democracy: Fakhrul

"Those who are doing this are carrying out activities to destroy Bangladesh"

1h ago