ফরিদপুরে প্রধানমন্ত্রীর নির্বাচনী জনসভায় জড়ো হচ্ছেন নেতাকর্মীরা

শেখ হাসিনার ফরিদপুর জনসভা
ফরিদপুরে প্রধানমন্ত্রীর নির্বাচনী জনসভায় যোগ দিতে সমাবেশস্থল ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজ মাঠে জড়ো হচ্ছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। ছবি: স্টার

ফরিদপুরে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার নির্বাচনী সমাবেশে যোগ দিতে বিভিন্ন এলাকা থেকে আসতে শুরু করেছেন দলের নেতাকর্মীরা।

আজ মঙ্গলবার বিকেল ৩টার দিকে ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজ মাঠে জেলা আওয়ামী লীগ আয়োজিত নির্বাচনী জনসভায় ভাষণ দেবেন তিনি

সকাল সাড়ে ১১টার দিকে সরকারি রাজেন্দ্র কলেজ মাঠে গিয়ে দেখা যায়, মাঠসহ আশেপাশের এলাকায় বিভিন্ন আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিরাপত্তার দায়িত্বে রয়েছেন। এ সময় মিছিল করে লোকজনকে সমাবেশস্থলে আসতে দেখা যায়। রাজেন্দ্র কলেজে দুইটি গেট দিয়ে নেতাকর্মীরা সমাবেশের মাঠে ঢুকছেন। মাঠ ও মাঠ সংলগ্ন এলাকায় তারা অবস্থান করছেন।

শহর ঘুরে দেখা গেছে, ফরিদপুর পৌরসভার পক্ষ থেকে রাস্তার ছোটখাটো মেরামতসহ সাজসজ্জা করা হয়েছে। শহরের প্রত্যেক মোড়ে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

ভাঙ্গা উপজেলার মানিকদাহ ইউনিয়ন থেকে সোহরাব মুনশি (৪৫) সমাবেশস্থলে এসেছেন সকাল ১০টার দিকে। তিনি জানান, 'প্রধানমন্ত্রীকে কাছ থেকে দেখতে আমি সকালে মাঠে চলে এসেছি।'

ফরিদপুর সদর উপজেলা মমিন খার এলাকা থেকে সমাবেশে এসেছেন নজরুল ইসলাম। তিনি বলেন, 'প্রধানমন্ত্রী আমাদের এলাকার আসছেন, তার সমাবেশে না এলে কী হয়? তাই সকাল সকাল চলে এসেছি।'

ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. আবদুল্লাহ বিন কালাম বলেন, প্রধানমন্ত্রীর আগমন নিরাপদ ও নির্বিঘ্ন করতে শহরে নিরাপত্তা বাড়ানো হয়েছে। প্রধানমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে থাকা বাহিনীর সদস্যদের সাথে সমন্বয় করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে বেলা সাড়ে ১১টার দিকে প্রধানমন্ত্রী ঢাকা থেকে ফরিদপুরের উদ্দেশে সড়ক পথে রওনা দেবেন। দুপুর দেড়টার দিকে তিনি ফরিদপুর সার্কিট হাউসে পৌঁছাবেন। বিকেল ৩টার দিকে তিনি সরকারি রাজন্দ্রে কলেজ মাঠে সভাস্থলে আসবেন। জনসভা শেষ করে সড়ক পথে তিনি ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন।

ফরিদপুর শহরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সর্বশেষ এসেছিলেন গত ২০১৭ সালের ২৯ মার্চ। ওইদিন বিকেলে তিনি এই রাজেন্দ্র কলেজ মাঠে বক্তব্য দিয়েছিলেন। দীর্ঘ প্রায় সাত বছর পর ফরিদপুরে আসছেন প্রধানমন্ত্রী।

Comments

The Daily Star  | English

Make right to vote a fundamental right

The Constitutional Reform Commission proposes voting to be recognised as a fundamental right, so that people can seek legal remedies if it is violated.

14h ago