ময়মনসিংহে বিদ্যুৎস্পৃষ্টে একই পরিবারের ৪ জনের মৃত্যু

একই পরিবারের চারজন বিদ্যুৎস্পৃষ্টে মারা যাওয়ায় প্রতিবেশীদের মাঝেও নেমে আসে শোকের ছায়া। ছবি: সংগৃহীত

ময়মনসিংহের নান্দাইলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-ছেলেসহ একই পরিবারের মোট চারজন মারা গেছেন।

আজ শনিবার বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার ঘোষপালা পূর্বপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

এ ঘটনায় মারা গেছেন মৃত আব্দুছ ছাত্তারের স্ত্রী আনোয়ারা বেগম (৫৫), তার ছেলে জামাল উদ্দিন (৩৬), জামাল উদ্দিনের মেয়ে ফাহমিদা ইসলাম ফাইজা (৬) ও ফারিয়া ইসলাম আনিকা (৪)।

নান্দাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মজিদ বলেন, 'জামাল উদ্দিন তার ব্যাটারিচালিত অটোরিকশা চার্জে দিয়েছিলেন। এ সময় তার মেয়ে আনিকা খেলার জন্য অটোরিকশায় উঠতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়।'

তিনি বলেন, 'বিষয়টি বুঝতে পেরে মেয়েকে বাঁচাতে জামাল উদ্দিন এগিয়ে গেলে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে জামাল উদ্দিনের অবস্থা দেখে তার মা ও আরেক মেয়ে এগিয়ে গেলে তারাও বিদ্যুৎস্পৃষ্ট হন। এভাবেই একজনের পর একজন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।'

Comments

The Daily Star  | English

Crowd control operations: Police seek to restrict use of lethal arms

A special committee of the Police Headquarters recommends replacing 50 percent of the long barrel firearms with short-barrel ones in order to lower casualties during crowd control operations.

10h ago