নাটোর

নৌকা ছাড়া কাউকে ভোট দিতে পারবেন না: তাঁতী লীগ নেতার হুঁশিয়ারি

গতকাল শুক্রবার সন্ধ্যায় চাঁদপুর বাজারে এ বক্তব্য দেন তিনি।
মশিউর রহমান। ছবি: ভিডিও থেকে নেওয়া

নৌকা প্রতীক ছাড়া কাউকে ভোট দিতে পারবেন না বলে ভোটারদের হুঁশিয়ারির অভিযোগ উঠেছে নাটোর জেলা তাঁতী লীগের সভাপতি মো. মশিউর রহমানের বিরুদ্ধে। 

গতকাল শুক্রবার সন্ধ্যায় চাঁদপুর বাজারে নাটোর-২ আসনের আওয়ামী লীগ প্রার্থী শফিকুল ইসলাম শিমুলের নির্বাচনী প্রচারণা শেষে পথসভায় দেওয়া তার এমন বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।

নাটোর জেলা তাঁতী লীগের সভাপতি মো. মশিউর রহমান বলেন, 'আমাদের মধ্যে কিছু মোস্তাক চক্র রয়েছে। যারা আমাদের দলের মধ্যে থেকে, আমাদের সাথে ঘুরে জননেত্রী শেখ হাসিনার উন্নয়ন সুবিধা নিয়ে, শিমুল এমপির উন্নয়ন সুবিধা নিয়ে তারা শিমুল এমপির বিরুদ্ধে ভোটে লিপ্ত হয়েছে, বিভিন্ন বিরোধী দলের পক্ষে। আমরা তাদেরকে বলে দিতে চাই, আপনারা সতর্ক হয়ে যান শিমুল এমপির নৌকা প্রতীক ছড়া আপনারা কাউকে ভোট দিতে পারবেন না। যারা আওয়ামী লীগ করবেন, আওয়ামী লীগের সুবিধা নিবেন, নৌকা প্রতীকে তাকেই ভোট দিতে হবে। আর যারা নৌকা প্রতীকে ভোট দিবেন না ঘরে বসে থাকবেন। আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই। লাফালাফি করে লাভ নেই, চিৎকার দিয়ে লাভ নেই।'

একই পথসভায় নাটোর সদর উপজেলার কাফুরিয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি রাকিবুল ইসলাম ভোটারদের হুমকি দিয়ে বলেন, 'আমাদের দলের মধ্যে কিছু খন্দকার মোস্তাক আছে যারা দলের সকল সুযোগ-সুবিধা নিয়ে নৌকার বিপক্ষে ভোট করছে। আমরা আপনাদেরকে হুঁশিয়ারি করে বলে দিতে চাই, বিএনপি আপনারা নির্বাচনে আসেননি, আপনাদের ধানের শীষ কোন প্রতীক নেই, আপনারা ভোট দেয়ার কোন অধিকারও আপনাদের নেই। আপনারা ঘরে বসে থাকুন। অন্যথায় যদি আপনাদের বিরুদ্ধে আমাদের অ্যাকশন নেওয়া শুরু হয় তাহলে বুঝতে পারবেন যে সেই আখেরি দিন চলে এসেছে এবং আপনাদের ধ্বংস আমরা করেই ছাড়ব ইনশাল্লাহ।'

এমন বক্তব্যের বিষয়ে জানতে চাইলে তাঁতী লীগ নেতা মশিউর রহমান দ্য ডেইলি স্টারকে জানান, বক্তব্য দেওয়ার সময় কী বলেছেন সেটি এখন মনে নেই। ভিডিও দেখে বলতে হবে। তবে ভোটকেন্দ্রে আসতে পারবে যারা যে দল করে তারা সেই প্রতীকে ভোট দেবে এমনটাই আমাদের প্রত্যাশা।

অন্যদিকে ইউনিয়ন ছাত্রলীগ নেতা রাকিবুল ইসলাম বলেন, 'জামাত-বিএনপি যাতে নাশকতা না করতে পারে সে কারণে তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। তবে কেউ ভোটকেন্দ্রে যেতে পারবে না, বা ভোট দিতে পারবে না এমন বক্তব্য তিনি দেননি।'

এ বিষয়ে জানতে চাইলে ট্রাক মার্কা প্রতীকের প্রার্থী আহাদ আলী সরকার বলেন, 'ভোটারদের হুমকি দিয়ে কোনো লাভ হবে না। ভোটাররা অবশ্যই ভোটকেন্দ্রে যাবে। কিন্তু যারা হুমকি দিচ্ছে তাদের বিরুদ্ধে অভিযোগ দেওয়া সত্ত্বেও প্রশাসন কোনো ব্যবস্থা নিচ্ছে না।'

নাটোরের জেলা প্রশাসক এবং রিটার্নিং অফিসার আবু নাসের ভূঁইয়া বলেন যদি কেউ হুমকি ধমকি দিয়ে থাকে তাহলে সেটা ক্রিমিনাল অফেন্স করেছেন। তার বিরুদ্ধে অবশ্যই আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

স্বতন্ত্র প্রার্থীর অভিযোগ অস্বীকার করে তিনি বলেন, কোন ব্যবস্থা নেওয়া হচ্ছে না কথাটা মোটেই ঠিক নয়। যখন যে অভিযোগ পাওয়া যাচ্ছে তৎক্ষণাৎ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Comments

The Daily Star  | English
Why did the Khagrachhari school reinstate a known sexual predator?

Why did the Khagrachhari school reinstate a known sexual predator?

This incident exposes the added vulnerability of young women and girls when they belong to Indigenous communities.

6h ago