২০১১ সালের মামলায় আলতাফ-হাফিজসহ ৮ বিএনপি নেতার কারাদণ্ড

২০১১ সালের মামলায় আলতাফ-হাফিজসহ ৮ বিএনপি নেতার কারাদণ্ড
এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী ও মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ | ছবি: সংগৃহীত

বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী, মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ ও বিএনপির সাবেক নেতা মেজর (অব.) মো. হানিফসহ আট নেতাকর্মীকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন আদালত।

আজ বৃহস্পতিবার দুপুরে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরী ২০১১ সালে রাজধানীর গুলশান এলাকায় রাজনৈতিক সহিংসতার অভিযোগে দায়ের হওয়া মামলার রায় ঘোষণা করেন।

সে সময় কেবলমাত্র আলতাফ ভার্চুয়ালি উপস্থিত ছিলেন।

এর মধ্যে আলতাফ হোসেন চৌধুরী, হাফিজ উদ্দিন আহমেদ ও মো. হানিফকে ২১ মাস করে কারাদণ্ড দিয়েছেন আদালত। তাদের বিরুদ্ধে অবৈধ জমায়েত, যানবাহনে অগ্নিসংযোগের অভিযোগ আনা হয়েছিল।

একই অভিযোগে বাকি পাঁচজনকে ৪২ মাস করে কারাদণ্ড দেওয়া হয়েছে।

অভিযোগ প্রমাণিত না হওয়ায় আদালত আরও ১১ আসামিকে খালাস দিয়েছেন।

বিচার চলাকালে রাষ্ট্রপক্ষের সাতজন আদালতে সাক্ষ্য দেন।

মামলার নথি অনুসারে, ২০১১ সালের ৪ জুন বিএনপি ও এর অঙ্গ সংগঠনের একদল নেতাকর্মী গুলশানের মহাখালী ওয়্যারলেস গেট পানির ট্যাংক এলাকায় অবৈধভাবে রাস্তায় জড়ো হয়ে পুলিশকে দায়িত্ব পালনে বাধা দেন। তারা পুলিশ সদস্যদের ওপর হামলা, গাড়ি ভাঙচুর ও অগ্নি সংযোগ করেন।

ওই ঘটনার পরে পুলিশ বাদী হয়ে গুলশান থানায় মামলা দায়ের করে।

Comments

The Daily Star  | English

Admin officers protest plan for more non-admin deputy secretaries

Non-admin officers announce strike tomorrow, demanding exam-based promotions

1h ago