নিরাপত্তা চেয়ে ডলি সায়ন্তনীর আবেদন

ফাইল ছবি

নিরাপত্তা চেয়ে রিটার্নিং কর্মকর্তার কাছে আবেদন করেছে পাবনা-২ আসনে বিএনএম মনোনীত প্রার্থী সংগীত শিল্পি ডলি সায়ন্তনী।

ডলি সায়ন্তনী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পাবনা-২ আসন থেকে বিএনএমের হয়ে নির্বাচনে অংশ নিয়েছেন। তিনি পেয়েছেন 'নোঙর' প্রতীক। তিনি প্রতীক পাওয়ার পর পাবনা জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত আবেদন করেন।

পাবনা জেলা প্রশাসকের কার্যালয়ে লিখিত আবেদনে ডলি জানান, তিনি একজন পেশাদার শিল্পী, ভক্তরা আবেগতাড়িত হয়ে অনেক সময় প্রতিবন্ধকতা সৃষ্টি করে। নির্বাচনে অংশ নেওয়ার পর তাকে নির্বাচন থেকে সরে যাওয়ার জন্য বিভিন্নভাবে হুমকি প্রদান করা হচ্ছে বলেও জানান তিনি।

তাই নিজের নিরাপত্তা চেয়ে তিনি এ আবেদন করেন।

ডলি সায়ন্তনীর আবেদন পাওয়ার কথা জানিয়ে জেলা প্রশাসক মো. আসাদুজ্জামান বলেন, এ ব্যাপারে পদক্ষেপ নেওয়া হবে।

Comments