আ. লীগ নেতাদের স্বতন্ত্র প্রার্থিতা বিব্রতকর পরিস্থিতি তৈরি করেছে: মেনন

তিনি বলেন, ‘আসনবণ্টন নিয়ে কিছু সমস্যা তৈরি হয়েছিল, এখনও কিছু ধোঁয়াশা আছে।
বরিশালে সংবাদ সম্মেলনে রাশেদ খান মেনন। ছবি: সংগৃহীত

নির্বাচনে আওয়ামী লীগের নেতাদের স্বতন্ত্র প্রার্থিতা নিয়ে বাংলাদেশের ওয়াকার্স পার্টির প্রেসিডেন্ট রাশেদ খান বলেছেন, এটি বিব্রতকর পরিস্থিতি তৈরি করেছে।

আজ রোববার দুপুরে বরিশাল লিনু-মনু ট্রাস্ট পাবলিক লাইব্রেরিতে এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।

তিনি বলেন, 'আসনবণ্টন নিয়ে কিছু সমস্যা তৈরি হয়েছিল, এখনও কিছু ধোঁয়াশা আছে। গতবার এখানে নৌকার প্রার্থী হেরে গিয়েছিল। জাপার ভূমিকার কারণে আমাদের আসন সংখ্যা কমে গেছে। ইতোমধ্যে আমরা তিনটা আসন পেয়েছি। আগে আওয়ামী লীগ বলেছিল বরিশাল-৩ এর কথা পরে বরিশাল-২ এর কথা বলেছে। এটা নিয়ে নানা রকম সমস্যা তৈরি হয়, বিভ্রান্তি তৈরি হয়, তারপরও আমি মেনে নিয়েছি।'

আওয়ামী লীগের নেতাদের স্বতন্ত্র প্রার্থিতা নিয়ে তিনি বলেন, 'এটা বিব্রতকর পরিস্থিতি তৈরি করেছে। আমি আশা করছি এই আসনের আওয়ামী লীগ কর্মীরা একসাথে কাজ করবে। এই লক্ষ্য নিয়ে আজ উজিরপুর ও কালকে বানারীপাড়া উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে আমার বৈঠক রয়েছে। তাছাড়া এই অঞ্চলের আওয়ামী লীগের অভিভাবক আবুল হাসানাত আবদুল্লাহর সাথেও এই বিষয়ে আমি কথা বলব।'

মেনন বলেন, 'নির্বাচনকে কেন্দ্র করে সংকট তৈরি হয়েছে। বিশেষ করে এবারের নির্বাচনে প্রধান বৈশিষ্ট্য বিদেশি চাপ। নির্বাচন যদি বানচাল না করতেও পারে, নির্বাচন পরবর্তীকালে আরব বসন্তের মতো কিছু করার পরিকল্পনা করছে তারা। মার্কিন যুক্তরাষ্ট্রের ভূখন্ডের মধ্যে বা বাইরে বঙ্গোপসাগরে, চট্টগ্রামে ঘাঁটি স্থাপন নিয়ে তারা বহুদিন ধরে চাপাচাপি করে আসছে।'

এই জায়গা থেকে এই নির্বাচনকে শান্তিপূর্ণ  পরিবেশে সফল করার দায়িত্ব সকলের বলে জানান তিনি।

Comments

The Daily Star  | English

Khagrachhari violence: 3 dead, 4 sent to CMCH 'with bullet wounds'

Three indigenous people died of their injuries at a hospital in Khagrachhari yesterday and early today, hours after arson attacks and violence in the district

59m ago