চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

চট্টগ্রাম বন্দরনগরীতে চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির (সিআইইউতে) স্প্রিং সেমিস্টারের ভর্তি পরীক্ষা শনিবার অনুষ্ঠিত হয়েছে।

বিবিএ, বিএ, সিএসই, ট্রিপলই, ইটিইসহ বিভিন্ন বিভাগে ভর্তির জন্য শতাধিক ভর্তিচ্ছু শিক্ষার্থী অংশ নেন।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মাহফুজুল হক চৌধুরী পরীক্ষার হলগুলো ঘুরে দেখে বলেন, "পরীক্ষা পদ্ধতি ঠিক না থাকলে উচ্চশিক্ষায় অনেক মেধাবী শিক্ষার্থী শুরুতেই ঝরে যাবে। তাই আমরা যুগোপযোগী প্রশ্নপত্র প্রণয়নের মাধ্যমে ছাত্র-ছাত্রীদের মেধা যাচাইয়ে বদ্ধপরিকর।"

এসময় আরও উপস্থিত ছিলেন ডিন অধ্যাপক ড. সৈয়দ মনজুর কাদের, ড. শাহ আহমেদ, ড. রুবেল সেনগুপ্ত এবং নাজনীন আকতার।

সিআইইউর পরীক্ষা নিয়ন্ত্রক সরকার কামরুল মামুন, রেজিস্ট্রার আনজুমান বানু লিমাও উপস্থিত ছিলেন।

Comments

The Daily Star  | English
Motorcycle sales in the last 6 years

Motorcycle sales hit five-year low

Interestingly, the premium motorcycle segment bucked the trend, showing significant growth in 2024.

12h ago