রায়েরবাগে ট্রাকের ধাক্কায় পুলিশের এসআই নিহত

স্টার অনলাইন গ্রাফিক্স

রাজধানীর রায়েরবাগ এলাকায় ট্রাকের ধাক্কায় পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) আব্দুল বাতেন (৪৫) নিহত হয়েছেন।

তিনি গেন্ডারিয়া থানায় কর্মরত ছিলেন। মঙ্গলবার রাত সোয়া ৯টার দিকে বাতেন মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় রায়েরবাগ আউটগোয়িং এলাকায় একটি ট্রাক ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। 

ট্রাফিক পুলিশের সদস্য মো. নাসরুল হাসান ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক বাতেনকে মৃত ঘোষণা করেন।

নাসরুল বলেন, 'সড়ক দুর্ঘটনায় আহত হয়ে বাতেন পড়েছিলেন। ঘটনাস্থলে উপস্থিত লোকজন জানায়, মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় একটি ট্রাক তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়।'

যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বি. এম ফরমান আলী বাতেনের পরিচয় নিশ্চিত করেছেন।

বাতেনের স্ত্রী ফারজারা আক্তার ঝর্না মোবাইল ফোনে জানান, তাদের বাড়ি নরসিংদীর বেলাবো উপজেলার আউলিয়াকান্দা গ্রামে। এক ছেলে ও দুই মেয়েকে নিয়ে তারা নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকায় বসবাস করেন।

Comments

The Daily Star  | English

India’s white-ball tour of Bangladesh deferred to September 2026

The Bangladesh Cricket Board (BCB) on Saturday confirmed that India’s white-ball tour of Bangladesh, originally scheduled for next month, has been postponed to September 2026.

1h ago