ভারতে বিএমডাব্লিউ গাড়ির দাম আরও বাড়ছে

বিএমডাব্লিউ, বিএমডাব্লিউ গাড়ি, বিএমডাব্লিউ গাড়ির দাম কত,  লিমুজিন, মিনি কান্ট্রিম্যান,
রয়টার্স ফাইল ফটো

বিএমডাব্লিউর বিভিন্ন মডেলের গাড়ির দাম দুই শতাংশ পর্যন্ত বাড়ানোর ঘোষণা দিয়েছে বিএমডাব্লিউ ইন্ডিয়া। ২০২৪ সালের ১ জানুয়ারি থেকে নতুন দাম কার্যকর হবে।

আজ সোমবার ভারতীয় সংবাদমাধ্যম ফিন্যান্সিয়াল এক্সপ্রেসের প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

বিএমডাব্লিউ গ্রুপ ইন্ডিয়ার প্রেসিডেন্ট বিক্রম পাওয়াহ বলেন, 'বিভিন্ন কারণে বিএমডাব্লিউ ইন্ডিয়ার মডেল রেঞ্জজুড়ে দাম বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিনিময় হারের ওঠানামা ও ক্রমবর্ধমান ইনপুট খরচের মুখে ভারসাম্য বজায় রাখতে এই মূল্য সমন্বয় গুরুত্বপূর্ণ। আমরা গ্রাহকে সেরা সেবা ও অভিজ্ঞতা দিতে চাই।'

ভারতে স্থানীয়ভাবে উৎপাদিত গাড়িগুলোর মধ্যে আছে- বিএমডাব্লিউ টু সিরিজ গ্রান কুপ, বিএমডাব্লিউ থ্রি সিরিজ গ্রান লিমুজিন, বিএমডাব্লিউ এম ৩৪০আই, বিএমডাব্লিউ ফাইভ সিরিজ, বিএমডব্লিউ সিক্স সিরিজ, বিএমডব্লিউ সেভেন সিরিজ, বিএমডব্লিউ এক্স১, বিএমডব্লিউ এক্স৩, বিএমডব্লিউ এক্স৫, বিএমডব্লিউ এক্স৭ ও মিনি কান্ট্রিম্যান।

Comments

The Daily Star  | English

10 die of dengue

886 hospitalised in the last 24 hours

29m ago