গাজীপুরে পেঁয়াজের কেজি ২০০-২২০ টাকা

গাজীপুরের বাজারে একদিনের ব্যবধানে পেঁয়াজের দাম কেজিতে বেড়েছে ১০০ টাকা। ছবি: স্টার

গাজীপুরের বিভিন্ন বাজারে ২০০ থেকে ২২০ টাকা কেজি দরে পেঁয়াজ বিক্রি হচ্ছে।

আজ শনিবার সকাল ১১টার দিকে কাপাসিয়া বাজারে গিয়ে দেখা যায়, ২০০ টাকা কেজি দরে পেঁয়াজ বিক্রি করছেন বিক্রেতারা।

কাপাশিয়া শহরের একজন ক্রেতা আলমগীর হোসেন দ্য ডেইলি স্টারকে জানান, গত বৃহস্পতিবার আমি কাপাসিয়া বাজার থেকে ১২০ টাকা কেজি দরে ২ কেজি পেঁয়াজ কিনেছি। আজকে একই বাজারে এক কেজি পেঁয়াজ ২০০ টাকা। 

কাপাসিয়া পল্লী বিদ্যুতের সিনিয়র ইলিকট্রিশিয়ান তৈয়ুবুর রহমান দ্য ডেইলি স্টারকে জানান, আজ সকালে কাপাসিয়া বাজারে যাই পেঁয়াজ কিনতে। দুই কেজি কেনার ইচ্ছে ছিল। কিনতে পারি নাই। এক কেজি ২০০ টাকা দিয়ে কিনেছি।

গাজীপুরের টঙ্গী বাজার থেকে পোশাকশ্রমিক লতা বাজার করেছেন আজ সকালে। তিনি বলেন, ২২০ টাকা কেজি দরে পেঁয়াজ কিনতে হয়েছে। আমাদের আর বাঁচার কোনো উপয়া নাই। এভাবে জিনিসপত্রের দাম বাড়লে কীভাবে চলব।

এ বিষয়ে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ গাজীপুরের উপপরিচালক শরীফুল ইসলামের মোবাইল ফোনে কল করলে তিনি কল ধরেননি।

পেঁয়াজের অতিরিক্ত দাম নিয়ে জানতে চাইলে কাপাসিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা এ কে এম গোলাম মোর্শেদ খান জানান, 'আমি এ বিষয়ে ব্যবস্থা নিচ্ছি।'

গতকাল ভারত থেকে পেঁয়াজ রপ্তানিতে নিষেধাজ্ঞা সময় বাড়ানোর পর বাংলাদেশের বাজারে পেঁয়াজের দামে প্রভাব পড়ে।

 

Comments

The Daily Star  | English

NCP to announce 'July manifesto' on Aug 3: Nahid

Central NCP leaders held a rally in Bogura today as part of their month-long "July March to Build the Nation" rally

18m ago