২১ দিন পর মিয়ানমার থেকে পণ্যবাহী ট্রলার টেকনাফে

মিয়ানমার থেকে পণ্যবাহী ট্রলার টেকনাফে
আজ সকালে মিয়ানমার থেকে আদা, মাছ, নারকেল ও সুপারি বোঝাই ৪টি ট্রলার টেকনাফ স্থলবন্দরে এসে পৌঁছায়। ছবি: সংগৃহীত

মিয়ানমারের রাখাইন রাজ্যে দেশটির নিরাপত্তা বাহিনীর সঙ্গে সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির সংঘর্ষের কারণে বন্ধ ছিল বাংলাদেশ-মিয়ানমার সীমান্ত বাণিজ্য। 

অবশেষে ২১ দিন বন্ধের পর আজ মঙ্গলবার আবার এ বন্দরে পণ্য আমদানি-রপ্তানি শুরু হয়েছে।

আজ সকালে মিয়ানমার থেকে আদা, মাছ, নারকেল ও সুপারি বোঝাই ৪টি ট্রলার টেকনাফ স্থলবন্দরে এসে পৌঁছায়।

টেকনাফ স্থলবন্দরের শুল্ক কর্মকর্তা এ এস এম মোশাররফ হোসেন দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ব্যবসায়ী ওমর ফারুক এসব পণ্য আমদানি করেছেন। পণ্য খালাস ও সরবরাহের প্রক্রিয়া চলছে।

আমদানিকারক ওমর ফারুক ডেইলি স্টারকে জানান, আজ ২৫২ টন সুপারি, ৩০ টন আদা, ৫৫ টন নারকেল ও ১০০ টন তাজা মাছ মিয়ানমার থেকে টেকনাফ স্থলবন্দর জেটিতে এসে পৌঁছায়। 

তিনি আরও জানান, আকিয়াব বন্দরে কিনে রাখা আরও শত শত টন আদা, নারকেল, মাছ ও সুপারি মজুত আছে। এগুলো না আনতে পারায় অনেক ব্যবসায়ীদের লোকসান গুনতে হচ্ছে।

টেকনাফ স্থলবন্দর পরিচালনাকারী ইউনাইটেড ল্যান্ড পোর্টের মহাব্যবস্থাপক মোহাম্মদ জসীম উদ্দীন চৌধুরী ডেইলি স্টারকে বলেন, 'ব্যবসায়ীরা আইজিএম জমা দিয়েছেন। রাজস্ব দেওয়ার পর আমদানিকৃত পণ্য খালাস ও সরবরাহ করা হবে।'

উল্লেখ্য, রাখাইনে সংঘর্ষের কারণে গত ১৪ নভেম্বর থেকে মংডু শহর থেকে টেকনাফ স্থলবন্দরে কোনো পণ্য আসেনি। একইভাবে টেকনাফ থেকে মিয়ানমারে পণ্য যায়নি। 

এতে গত ২০ দিনে প্রায় ৬০ কোটি টাকা রাজস্ব আয় থেকে সরকার বঞ্চিত হয়েছে বলে জানা গেছে।

Comments

The Daily Star  | English

Jatrabari turns into battlefield as students clash

Students of three colleges clashed at Dhaka's Jatrabari today, turning the area into a battlefield

23m ago