বকেয়া কর পরিশোধ, জাপার রুহুল আমিনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা

এ বি এম রুহুল আমিন হাওলাদার। ফাইল ছবি সংগৃহীত

প্রায় কোটি টাকা বকেয়া কর পরিশোধ করায় পটুয়াখালী-১ (সদর, দুমকি, মির্জাগঞ্জ) আসনে জাতীয় পার্টি (জাপা) কো-চেয়ারম্যান এবিএম রুহুল আমিন হাওলাদারের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন জেলা রিটার্নিং কর্মকর্তা।

আজ সোমবার বেলা ১১টার দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মনোনয়নপত্র বাছাইয়কালে তার ৮৮ লাখ ৬৯ হাজার ৮১১ টাকা কর বকেয়া পরিশোধের প্রমাণ উপস্থাপন করায় তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়।

২০০০-২০০১ অর্থবছরে থেকে ২০০৮-২০০৯ পর্যন্ত মোট ৯টি অর্থ বছরে এ আয়কর বকেয়া ছিল।

এর আগে রোববার মনোনয়নপত্র বাছাইয়ের প্রথম দিন তার মনোনয়নপত্র স্থগিত করা হয়েছিল।

এ ব্যাপারে জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক নূর কুতুবুল আলম জানান, কর বকেয়া থাকায় সহকারী কর কমিশনারের আপত্তির কারণে রুহুল আমিন হাওলাদারের মনোনয়নপত্র স্থগিত করা হয়েছিল। তবে আজ সোমবার তার বকেয়া কর পরিশোধ করা হয়েছে মর্মে কর কর্মকর্তা নিশ্চিত করলে মনোনয়নপত্রটি বৈধ ঘোষণা করা হয়।

Comments

The Daily Star  | English

India, Pakistan agree ceasefire

Announces Trump after rivals launch multiple attacks on key military installations; Islamabad, New Delhi confirm truce 

1h ago