ডলি সায়ন্তনীর মনোনয়নপত্র বাতিল

ডলি সায়ন্তনী
সংগীতশিল্পী ডলি সায়ন্তনী। ছবি: সংগৃহীত

পাবনা-২ (সুজানগর-বেড়ার একাংশ) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলনের (বিএনএম) প্রার্থী সংগীতশিল্পী ডলি সায়ন্তনীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

পাবনার সিনিয়র নির্বাচন কর্মকর্তা মো. মাহাবুবুর রহমান বলেছেন, ক্রেডিট কার্ড সংক্রান্ত খেলাপি ঋণের কারণে রোববার দুপুরে যাচাই-বাছাইয়ের সময় তার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের সিআইবি রিপোর্ট অনুযায়ী তার মনোনয়নপত্র বাতিল হয়েছে কিন্তু তার আপিল করার সুযোগ আছে বলে জানান তিনি।  

এ বিষয়ে ডলি সায়ন্তনী সাংবাদিকদের জানান, তিনি শিগগিরই সব নথিপত্র দেখিয়ে বাতিল আদেশের বিরুদ্ধে আপিল করবেন।

গত ৩০ নভেম্বর পাবনা-২ আসনে মনোনয়নপত্র জমা দেন বিএনএম মনোনীত প্রার্থী ডলি সায়ন্তনী।

আজ রোববার মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের সময় বিভিন্ন কারণে আরও কয়েকজন প্রার্থীর মনোনয়ন বাতিল হয়েছে। যাচাই-বাছাই শেষে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলে নির্বাচন কর্মকর্তা জানান।

 

Comments