নোয়াখালীতে ট্রাকের ধাক্কায় মা-মেয়ে নিহত

দুর্ঘটনা
ছবি: স্টার অনলাইন গ্রাফিক্স

নোয়াখালীর সুবর্ণচরে ট্রাকের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার যাত্রী মা-মেয়ে নিহত হয়েছে। 

এ দুর্ঘটনায় সিএনজি চালকসহ আরও ২ যাত্রী আহত হয়েছে।

আজ শুক্রবার দুপুর পৌনে ১২টার দিকে উপজেলার সোনাপুর সড়কে আটকপালিয়া বাজার সংলগ্ন দারোগা মোড়ে এ দুর্ঘটনা ঘটে। 

চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবির দ্য ডেইলি স্টারকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন-উপজেলার চরওয়াপদা ইউনিয়নের পূর্ব চরজব্বর গ্রামের শিল্পী আক্তার (৩০) ও তার মেয়ে শারমিন (২)।  

আহতরা হলেন-পশ্চিম চর জব্বর গ্রামের মো. ফারুক (৩০) ও একই গ্রামের মো. আবদুল্লাহ (৩০)।

স্থানীয়রা জানায়, সকাল ১১টার দিকে চেয়ারম্যানঘাট থেকে সিএনজিচালিত অটোরিকশাটি সোনাপুরের উদ্দেশে ছেড়ে যায়। পথে দারোগা মোড়ে পৌঁছালে অটোরিকশাটি নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে ধাক্কা খায়। 

এতে শিশু শারমিন ঘটনাস্থলে মারা যায়। তার মা শিল্পী আক্তারকে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ওসি হুমায়ুন কবির বলেন, 'খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। স্থানীয়রা ট্রাক ও সিএনজিটিকে আটক করেছে রাখে।'

লিখিত অভিযোগ পেলে পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

Comments

The Daily Star  | English

Mirza Abbas accuses 'a party' of taking 'hadia' from Bashundhara, City Group, others

Mirza Abbas also BNP cannot be removed from public sentiment through "conspiracy"

3h ago