সেগুনবাগিচায় বিভাগীয় কমিশনার কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ

রাজধানীর সেগুনবাগিচায় বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সামনে আজ বিকেলে ককটেল বিস্ফোরণ হয়। ছবি: স্টার

রাজধানীর সেগুনবাগিচায় বিভাগীয় কমিশনারের কার্যালয় প্রাঙ্গণে চারটি ককটেল বিস্ফোরণ হয়েছে।

আজ বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে ককটেলগুলো বিস্ফোরিত হয়।

কার্যালয়ের গাড়ি রাখার নির্ধারিত গ্যারেজের সামনে এ ঘটনা ঘটে। এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শী জুয়েল রানা জানান, ওই এলাকায় পরপর অন্তত চারটি বোমা বিস্ফোরণের শব্দ শুনতে পান তারা।

তিনি বলেন, দুর্বৃত্তরা আতঙ্ক তৈরির জন্য বোমা বিস্ফোরণ ঘটাতে পারে।

বিষয়টি নিশ্চিত করে রমনা থানার উপ-পরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম দ্য ডেইলি স্টারকে বলেন, আমরা বিস্ফোরণের শব্দ পেয়ে ঘটনাস্থলে আসি। বিষয়টি তদন্ত করে দেখছি।

Comments

The Daily Star  | English

Democracy ends where leadership begins

The Daily Star analysis of 25 political parties

11h ago