খুলনায় তুলার গুদামে আগুন, ১ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে

দৌলতপুরের মহসিন মোড়ের ৪টি গুদামে আগুন লাগে। ছবি: হাবিবুর রহমান/স্টার

খুলনার দৌলতপুরে একটি তুলার গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। 

আজ সোমবার বিকেল ৫টা ৫ মিনিটে দৌলতপুরের  মহসিন মোডের ৪টি গুদামে এ আগুন লাগে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করে।

আগুনে চারটি দোকানের লেপ, তোষক, তুলা সব পুড়ে গেছে। ছবি: হাবিবুর রহমান/স্টার

ঘটনাস্থল থেকে দ্য ডেইলি স্টারের ফটোগ্রাফার জানান, আগুনে চারটি দোকানের লেপ, তোষক, তুলা সব পুড়ে গেছে। 

দৌলতপুর ও খালিশপুর ফায়ার সার্ভিস স্টেশনের কর্মীদের এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের কারণ সম্পর্কে জানা যায়নি।

Comments

The Daily Star  | English
Dhaka-Mawa Expressway Toll Plaza Accident Details

Mawa toll plaza tragedy: Driver had no valid licence

Says Rab; driver claims the vehicle had brake issues

1h ago