নোয়াখালীতে নিখোঁজ ৭ বছরের শিশুর মরদেহ উদ্ধার

নোয়াখালী
স্টার অনলাইন গ্রাফিক্স

নোয়াখালীর চাটখিলে সাত বছরের এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ।

বাবাকে খুঁজতে বাড়ি থেকে বের হয়েছিল শিশুটি। ছয় ঘণ্টা পর গতকাল সন্ধ্যায় তার মরদেহ পাওয়া যায়।

ময়নাতদন্তের জন্য মরদেহ ২৫০ শয্যা বশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

শিশুটির বাড়ি চাটখিল উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের যশোড়া গ্রামে। স্থানীয় একটি মাদ্রাসার শিক্ষার্থী ছিল সে।

ঘটনার সঙ্গে সম্পৃক্ত সন্দেহে পুলিশ যশোড়া গ্রামের এক যুবককে আটক করেছে। তার নাম আব্দুল মতিন (২৫)। চাটখলি থানার পরিদর্শক (তদন্ত) বিমল কর্মকার দ্য ডেইলি স্টারকে এই তথ্য নিশ্চিত করেছেন।

শিশুটির বাবা ফারুক হোসেন দ্য ডেইলি স্টারকে বলেন, গতকাল দুপুরে তার মেয়ে মাদ্রাসা থেকে ফিরে এসে আমাকে না পেয়ে খোঁজাখুজি করছিল। সন্ধ্যা পর্যন্ত সে বাড়িতে ফিরে না আসায় সন্ধান চেয়ে মাইকিং করা হয়। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তার রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেওয়া হয়।

চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক দ্য ডেইলি স্টারকে বলনে, শিশুটির মাথার এক পাশে জখমের চিহ্ন রয়েছে। চোখের ডান পাশে, কানে ও চোখের মাঝামাঝি জায়গায় গভীর জখম আছে। প্রাথমিক তদন্তে ধর্ষণের আলামত পাওয়া যায়নি। ময়না তদন্তে এ বিষয়ে জানা যাবে। আটক যুবককে জিজ্ঞাসাবাদ চলছে।

এই ঘটনায় শিশুটির বাবা সোমবার সকালে অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে থানায় হত্যা মামলা দায়ের করেছেন।

Comments

The Daily Star  | English

Have patience for election

Chief Adviser Prof Muhammad Yunus yesterday said the government would issue a roadmap to the election as soon decisions on electoral reforms are made.

6h ago