গাজীপুরে বিএনপি নেতা রফিকুল ইসলাম বাচ্চু গ্রেপ্তার

বিএনপি

গাজীপুরে বিএনপির কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য বিষয়ক সহ-সম্পাদক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চুকে (৫৭) গ্রেপ্তার করা হয়েছে।

আজ শুক্রবার দুপুর ২টায় র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্যরা তাকে গ্রেপ্তার করেছে।

গাজীপুরের র‍্যাব-১ এর মেজর মো. ইয়াসির আরাফাত হোসেন দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গাজীপুর জেলার শ্রীপুরে গাড়িতে অগ্নিসংযোগ ও বিস্ফোরক মামলার প্রধান আসামি তিনি। জেলার ধীরাশ্রম এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

Comments

The Daily Star  | English

Funeral of Pope Francis begins at Vatican

Applause rang out as the wooden coffin, inlaid with a large cross, was brought out of St. Peter's Basilica and into the sun-filled square by white-gloved, black-suited pallbearers.

1h ago