মহাখালী টার্মিনালের বাইরে যেভাবে ‘কৃত্রিম জ্যাম’

টার্মিনালের ভেতরে যেখানে বাস রাখার জন্য নির্ধারিত জায়গা রয়েছে সেখানে গিয়ে দেখা যায় অনেক জায়গাই ফাঁকা পড়ে আছে (বামে)। অন্যদিকে রাস্তায় বাস পার্ক করে রাখার কারণে সৃষ্টি হয়েছে যানজট (ডানে)। ছবি: শাহীন মোল্লা/স্টার

রাজধানীর মহাখালী বাস টার্মিনাল এলাকায় আজ বুধবার সকালে তীব্র যানজটের সৃষ্টি হয়।

সকাল ১০টায় সরেজমিনে ওই এলাকা ঘুরে দেখা যায়, রাস্তার দু'পাশেই ২ লেন করে মোট ৪ লেনে সারি সারি ফাঁকা বাস দাঁড় করিয়ে রাখা হয়েছে। সড়কের ২ পাশে গাড়ি চলছে শুধু ১ লেন ধরে।

টার্মিনালের ভেতরে যেখানে বাস রাখার জন্য নির্ধারিত জায়গা রয়েছে সেখানে গিয়ে দেখা যায় অনেক জায়গাই ফাঁকা পড়ে আছে।

টার্মিনালের ভেতরে যেখানে বাস রাখার জন্য নির্ধারিত জায়গা রয়েছে সেখানে গিয়ে দেখা যায় অনেক জায়গাই ফাঁকা পড়ে আছে। ছবি: শাহীন মোল্লা/স্টার

ভেতরে জায়গা ফাঁকা থাকা সত্ত্বেও রাস্তার ওপরে বাস রাখার বিষয়ে জানতে চাইলে কয়েকজন পরিবহন শ্রমিক বলেন, তাদেরকে রাস্তার ওপরেই গাড়ি রাখতে বলা হয়েছে। তাই তারা সেখানে বাস রেখেছেন।

ঢাকা টু শেরপুরের বাস সোনার বাংলা সার্ভিসের কর্মী একরামুল হোসেন বলেন, 'বাস রাস্তার ওপরে রেখেছি কারণ যাত্রী আসলে ছাড়ব।'

সকাল থেকে কতগুলো বাস ছাড়া হয়েছে জানতে চাইলে তিনি বলেন, 'আমাদের ৩৫টা বাস। সকাল ১১টা পর্যন্ত ৪টা বাস ছাড়া হয়েছে।'

টার্মিনালের ভেতরে যেখানে বাস রাখার জন্য নির্ধারিত জায়গা রয়েছে সেখানে গিয়ে দেখা যায় অনেক জায়গাই ফাঁকা পড়ে আছে। ছবি: শাহীন মোল্লা/স্টার

বাসের ভেতরে চালক-যাত্রী কাউকেই দেখা যাচ্ছে না—এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, 'যেভাবে বাস রাখতে বলেছে সেভাবেই রেখেছি।'

রাজধানীর মহাখালী বাস টার্মিনাল এলাকায় আজ বুধবার সকালে তীব্র যানজটের সৃষ্টি হয়। ছবি: শাহীন মোল্লা/স্টার

টার্মিনালের ভেতরে কিছু জায়গা ফাঁকা থাকলেও রাস্তার ওপরে বাস রাখা হলো কেন জানতে চাইলে শেরপুর ও জামালপুরগামী কয়েকটি বাসের শ্রমিক নাম প্রকাশ না করার শর্তে বলেন, 'ভেতরে জায়গা থাকলেও থাকতে পারে। কিন্তু মালিক রাস্তায় গাড়ি রাখতে বলেছে। তাই রেখেছি।'

যানজটের বিষয়ে একতা বাসের কর্মী বলেন, 'হরতাল অবরোধে প্রতিদিনই আমরা রাস্তার দু'পাশে ২ লেন করে ৪ লেনে বাস রেখেছি। প্রতিদিনই ১ লেন দিয়ে গাড়ি চলেছে। কিন্তু জ্যাম হয়নি। আজকে ঢাকার রাস্তায় গাড়ির চাপ বেশি এ কারণে যানজটের সৃষ্টি হয়েছে।'

রাজধানীর মহাখালী বাস টার্মিনাল এলাকায় আজ বুধবার সকালে তীব্র যানজটের সৃষ্টি হয়। ছবি: শাহীন মোল্লা/স্টার

সরকারের পদত্যাগের এক দফা দাবি এবং 'একতরফা' তফসিল ঘোষণার প্রতিবাদে চলমান কর্মসূচির অংশ হিসেবে দেশজুড়ে দুই দিনের অবরোধ পালন করছে বিএনপি ও সমমনা দলগুলো। আজ বুধবার সকাল ৬টা থেকে অবরোধ শুরু হয়েছে।

Comments

The Daily Star  | English

‘Shockingly insufficient’

"The proposed decision to allocate USD 250 billion per year for all developing countries is shockingly insufficient," said the adviser

3h ago