ঢাকা-নারায়ণগঞ্জ রেললাইনে লোহার পাত, দুর্ঘটনা থেকে রক্ষা

ঢাকা-নারায়ণগঞ্জ রেললাইনের ভারী লোহার পাত সরিয়ে নিচ্ছে পুলিশ। ছবি: সংগৃহীত

ঢাকা-নারায়ণগঞ্জ রেললাইনে দুর্বৃত্তদের রাখা ভারী লোহার পাত সরিয়ে নিয়েছে রেলওয়ে পুলিশ। গতকাল মধ্যরাতে জাতীয় জরুরি সেবা নম্বরে কল পেয়ে পুলিশ লোহার পাতটি সরিয়ে নেয়।

মঙ্গলবার রাত দেড়টা দিকে ফতুল্লার কোতালেরবাগ হক বাজার সংলগ্ন রেললাইন থেকে লোহার পাতটি সরানো হয় বলে জানান নারায়ণগঞ্জ রেলওয়ে পুলিশের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) মোখলেসুর রহমান৷

পুলিশের ধারণা, নাশকতার পরিকল্পনা থেকে বড় ধরনের দুর্ঘটনা ঘটাতে রেললাইনে এমন ভারী লোহার পাত রেখেছিল দুর্বৃত্তরা৷ যাতে ট্রেন এসে উল্টে পড়ে বড় ধরনের দুর্ঘটনা ও হতাহতের ঘটনা ঘটে।

এসআই মোখলেসুর রহমান জানান, 'ভারী একটি লোহা রেললাইনের উপর নাট দিয়ে লাগিয়ে রাখা হয়েছিল। এটি লাইনের ওপর থাকলে ট্রেন উল্টে পড়ে অনেক বড় দুর্ঘটনা ঘটতে পারতো৷ স্থানীয়রা এটি দেখতে পেয়ে ৯৯৯ এ কল দিলে আমরা সেখানে গিয়ে লোহার পাতটি সরিয়ে ফেলি৷ এতে মারাত্মক দুর্ঘটনা থেকে রক্ষা পাওয়া গেছে৷'

'যারা এমনটা ঘটিয়েছে তাদের চিহ্নিত করতে তদন্ত চলছে', বলেন তিনি৷

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরে আজম জানান, 'খবর পেয়েছি দুর্বৃত্তরা রেলে দুর্ঘটনা ঘটানোর চেষ্টা করেছিল। আমাদের পুলিশ সতর্ক অবস্থায় আছে। নাশকতাকারীদের চিহ্নিত করতে পুলিশ কাজ করছে৷'

Comments

The Daily Star  | English

Protests disrupt city life, again

Protests blocking major thoroughfares in Karwan Bazar and Shahbagh left the capital largely paralysed

1h ago