শ্রীলঙ্কার পর্যটন খাতের প্রচারণায় ‘নাস ডেইলি’

শ্রীলঙ্কা, শ্রীলঙ্কার পর্যটন খাত, নাস ডেইলি, নুসের ইয়াসিন,
শ্রীলঙ্কার টুরিজম প্রোমোশনস ব্যুরোর সঙ্গে নুসের ইয়াসিনের চুক্তি। ছবি: এক্স (আগের টুইটার)

শ্রীলঙ্কার টুরিজম প্রোমোশনস ব্যুরো গতকাল আরব-ইসরায়েলি ভ্লগার নুসের ইয়াসিনের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছে। তিনি মূলত 'নাস ডেইলি' ব্যানারে কনটেন্ট নির্মাণ করেন।

শ্রীলঙ্কার পর্যটনমন্ত্রী হারিন ফার্নান্দো ফেসবুক ও এক্স (আগের টুইটার) পোস্টে জানিয়েছেন, নুসের ইয়াসিন 'শ্রীলঙ্কার পর্যটনের নিয়ে প্রচারণা চালাতে তিনটি বিশেষ ভিডিও তৈরি করবেন।

আজ মঙ্গলবার দেশটির সংবাদমাধ্যম ডেইলি মিররের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে, চলতি বছরের জুনের শুরুতে দেশটির পর্যটন মন্ত্রণালয় জানিয়েছিল, নাস ডেইলি শ্রীলঙ্কার জন্য তিনটি ভিডিও তৈরি করবে। এগুলোর থিম হলো- 'কেন শ্রীলঙ্কায় বিনিয়োগ?' 'শ্রীলঙ্কার ট্রেন যাত্রা' এবং 'শ্রীলঙ্কার জলপ্রপাত'।

দেশটির পর্যটনমন্ত্রী হারিন ফার্নান্দো জুনে প্রাথমিক তথ্যে জানিয়েছিলেন, কনটেন্ট তৈরির বিষয়টি মন্ত্রিসভার অনুমোদন পেয়েছে, কিন্তু অর্থ মন্ত্রণালয়ের পর্যবেক্ষণে তৈরি করা হবে।

তবে ডেইলি মিররের প্রতিবেদনে বলা হয়েছে, চুক্তির আর্থিক বিবরণী এখনো প্রকাশ করা হয়নি। ‍নুসের ইয়াসিন এবারই প্রথম শ্রীলঙ্কা নিয়ে কনটেন্ট বানাবেন না, এর আগেও তার বানানো কনটেন্টে শ্রীলঙ্কা ছিল।

২০২০ নুসের ইয়াসিন শ্রীলঙ্কার ওপর একটি ভিডিও বানিয়েছিলেন, যার শিরোনাম ছিল 'কোভিডের সময় সবচেয়ে উদার দেশ'।

Comments