বিশ্বকাপের ফাইনালে আম্পায়ার হিসেবে থাকছেন যারা
বিশ্বকাপ ফাইনাল বলে কথা! আম্পায়ারদের জন্য বাড়তি চ্যালেঞ্জ যেমন, গৌরবেরও ব্যাপার। ২০২৩ বিশ্বকাপের ফাইনালে আম্পায়ার হিসেবে দায়িত্ব পাবেন কারা, চূড়ান্ত করে ফেলেছে আইসিসি। ভারত বিশ্বকাপের শিরোপা নির্ধারণী মঞ্চে অনফিল্ড আম্পায়ার হিসেবে থাকার গৌরব অর্জন করতে যাচ্ছেন যে দুজন, তারা দুজনই আবার একই দেশের।
মাঠে থেকে ম্যাচ পরিচালনার দায়িত্ব পেয়েছেন রিচার্ড ইলিংওর্থ। অভিজ্ঞ এই ইংলিশ ম্যানের সাথে তারই দেশের রিচার্ড কেটেলবরো থাকছেন অনফিল্ড আম্পায়ারের ভূমিকায়। সেমিফাইনালের পর এবার ফাইনালেও তারা দুজন পেলেন অনফিল্ড আম্পায়ারের দায়িত্ব। এই দুজনেই ছিলেন দুটি সেমিফাইনালে। ভারত ও নিউজিল্যান্ডের প্রথম সেমিফাইনালে অনফিল্ড আম্পায়ার ছিলেন রিচার্ড ইলিংওর্থ। দ্বিতীয় সেমিফাইনালে কলকাতায় আম্পায়ার হয়ে মাঠে ছিলেন রিচার্ড কেটেলবরো। ২০১৫ সালের ফাইনালেও অনফিল্ডে ছিলেন তিনি।
তাদের মতো সেমিফাইনালে দায়িত্ব পালন করা আরও দুজন পাচ্ছেন ফাইনালে সুযোগ। প্রথম সেমিফাইনালে টিভি আম্পায়ার হিসেবে ছিলেন জোয়েল উইলসন। ওয়েস্ট ইন্ডিজের এই আম্পায়ার এবার আহমেদাবাদের ফাইনালেও টিভি আম্পায়ার হিসেবে ম্যাচ পরিচালনায় থাকবেন। দ্বিতীয় সেমিফাইনালে থার্ড আম্পায়ারের ভূমিকায় ছিলেন ক্রিস গ্যাফানি। নিউজিল্যান্ডের গ্যাফানি ১৯ নভেম্বর ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যকার ফাইনালে উপস্থিত হবেন চতুর্থ আম্পায়ার হয়ে।
মহাগুরুত্বপূর্ণ ফাইনালে ম্যাচ রেফারির দায়িত্ব সামলাবেন অ্যান্ডি পাইক্রফট। জিম্বাবুয়ের পাইক্রফট প্রথম সেমিফাইনালেও ছিলেন ম্যাচ রেফারির ভূমিকায়। ২০১৯ বিশ্বকাপের ফাইনালের ম্যাচ অফিসিয়ালদের কেউই এবারের বিশ্বকাপে থাকছেন না। অনফিল্ড আম্পায়ার হয়ে ইংল্যান্ড বিশ্বকাপের ফাইনাল পরিচালনা করেছিলেন কুমার ধর্মসেনা ও মারায় এরাসমাস। এবার নকআউটের কোন ম্যাচেই দায়িত্ব পাননি এই দুজন।
লর্ডসের ফাইনালে থার্ড আম্পায়ার ও ফোর্থ আম্পায়ার হিসেবে ছিলেন রড টাকার ও আলিম দার। আলিম দার এলিট প্যানেল থেকে অবসরে চলে গেছেন। রড টাকার প্রথম সেমিফাইনালে অনফিল্ড আম্পায়ার হয়ে থাকলেও ফাইনালে থাকছেন না কোন ভূমিকায়। ২০১৯ বিশ্বকাপের ফাইনালে ম্যাচ রেফারি হিসেবে ছিলেন রঞ্জন মাধুগালে।
Comments