এবার ফিলিস্তিনের সবচেয়ে বড় ইবনে সিনা হাসপাতালে ইসরায়েলের অভিযান

ফিলিস্তিনি ভূখণ্ডের সবচেয়ে বড় হাসপাতাল ইবনে সিনা। এটি একটি বিশেষায়িত হাসপাতাল হিসেবে বিবেচিত। 
পশ্চিম তীরের ইবনে সিনা হাসপাতালে চলছে ইসরায়েলের অভিযান। ছবি: এক্স থেকে সংগৃহীত
পশ্চিম তীরের ইবনে সিনা হাসপাতালে চলছে ইসরায়েলের অভিযান। ছবি: এক্স থেকে সংগৃহীত

গাজার আল-শিফা হাসপাতালে অভিযানের রেশ না মিলতেই অধিকৃত পশ্চিম তীরের জেনিন শহরে ইবনে সিনা হাসপাতালে অভিযান শুরু করেছে ইসরায়েল। 

আজ শুক্রবার এই তথ্য জানিয়েছে আল জাজিরা। 

ফিলিস্তিনি ভূখণ্ডের সবচেয়ে বড় হাসপাতাল ইবনে সিনা। এটি একটি বিশেষায়িত হাসপাতাল হিসেবে বিবেচিত। 

ইবনে সিনায় অভিযান

ফিলিস্তিনের স্থানীয় গণমাধ্যম ওয়াফা জানিয়েছে, অধিকৃত পশ্চিম তীরের এই হাসপাতালটিকে ইসরায়েলি বাহিনী চারপাশ দিয়ে ঘিরে ফেলেছে। এ সময় অন্তত ২ চিকিৎসাকর্মীকে গ্রেপ্তার করা হয়।

জেনিন শহরে প্রায় ৮০টির মতো সামরিক পরিবহন প্রবেশ করেছে। ছবি: রয়টার্স
জেনিন শহরে প্রায় ৮০টির মতো সামরিক পরিবহন প্রবেশ করেছে। ছবি: রয়টার্স

প্রায় ৮০টি সামরিক পরিবহণ জেনিনে প্রবেশ করে হাসপাতালের চারপাশে অবস্থান নিয়েছে।

আল জাজিরার সাংবাদিক সারা খায়রাত অধিকৃত পূর্ব জেরুজালেম থেকে জানান, হাসপাতালে অভিযান এখনো চলছে। বেশ কয়েক ডজন ইসরায়েলি সাঁজোয়া যান হাসপাতাল কমপ্লেক্সকে ঘিরে রেখেছে।

আল জাজিরা কয়েকটি ভিডিও সংগ্রহ করেছে, যেখানে দেখা যাচ্ছে হাসপাতাল থেকে চিকিৎসাকর্মীদের বের করে আনা হচ্ছে। ইসরায়েলি বাহিনীর সদস্যরা তাদেরকে দুই হাত উপরে তুলে আত্মসমর্পণের ভঙ্গিমায় বের হয়ে আসার নির্দেশ দেয়।

এ সময় কয়েকজন চিকিৎসক হাসপাতাল থেকে বের হয়ে আসতে অস্বীকার করেন।

জেনিন শরণার্থীশিবিরে হামলার পর ইবনে সিনা হাসপাতালে আহতরা চিকিৎসা নিচ্ছেন। ফাইল ছবি: এএফপি
জেনিন শরণার্থীশিবিরে হামলার পর ইবনে সিনা হাসপাতালে আহতরা চিকিৎসা নিচ্ছেন। ফাইল ছবি: এএফপি

শহরে টেলিযোগাযোগ ব্যবস্থা বিঘ্নিত হয়েছে এবং বেশ কয়েকটি অংশে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।

এসব কারণে সংবাদমাধ্যমগুলো হালনাগাদ তথ্য সংগ্রহ করতে হিমশিম খাচ্ছে।

ওয়াফা আরও জানায়, দুই প্যারামেডিক (চিকিৎসাকর্মী) কে গ্রেপ্তার করেছে ইসরায়েল।

হাসপাতালের সব অ্যাম্বুলেন্সে তল্লাশি চালায় সেনারা। লাউডস্পিকারে হাসপাতাল খালি করার নির্দেশ দেওয়া হয়।

দুই হাত উপরে তুলে প্যারামেডিকদের হাসপাতাল থেকে বের হয়ে আসতে বলা হয়। বের হয়ে আসার পর তাদেরকে হাসপাতাল প্রাঙ্গণে তল্লাশি করা হয়।

জেনিন শরণার্থী শিবিরে ড্রোন হামলা

ইসরায়েলি হামলার পর জেনিন শরণার্থীশিবিরের পরিস্থিতি। ফাইল ছবি: রয়টার্স
ইসরায়েলি হামলার পর জেনিন শরণার্থীশিবিরের পরিস্থিতি। ফাইল ছবি: রয়টার্স

ফিলিস্তিনি অ্যাম্বুলেন্স সার্ভিসের প্রধান জানিয়েছেন, জেনিনে তিন ফিলিস্তিনি নাগরিক ইসরায়েলের ড্রোন হামলায় নিহত হয়েছেন। এই তথ্য জানিয়েছে আল জাজিরা ও রয়টার্স।

ওয়াফা জানায়, জেনিন শরণার্থীশিবিরে ড্রোন হামলায় আহত ব্যক্তিদের চিকিৎসা দিতে বাধা দিচ্ছে সেনাবাহিনীর সদস্যরা। চিকিৎসাকর্মীদের শিবিরে ঢুকতে দেওয়া হচ্ছে না বলে জানায় সংবাদসংস্থাটি।

এ ছাড়া, ইসরায়েলি বাহিনী রামাল্লাহ শহরের পশ্চিমে অবস্থিত নিলিন শহরের বেশ কয়েকটি বাড়িতে অভিযান চালিয়ে অন্তত ২৮ জনকে গ্রেপ্তার করেছে।

 

Comments

The Daily Star  | English
Intra-RMG diversification: The next frontier

RMG export to EU rises by 2% in 11 months

$21.64 billion worth of apparels were shipped to the European Union in the Jul-May period this fiscal year

37m ago