‘হেমন্তের মাঠে মাঠে ঝরে শুধু শিশিরের জল…’

ছবি: আহমাদ ইশতিয়াক/স্টার

'পেঁচা' কবিতায় হেমন্তের অঙ্গনে দাঁড়িয়ে দুরন্ত শীতকে অভ্যর্থনা জানানো কুয়াশা ও শিশিরের দারুণ এক ছবি এঁকেছিলেন জীবনানন্দ দাশ।

সেখানে তিনি লেখেন, 'প্রথম ফসল গেছে ঘরে—/হেমন্তের মাঠে-মাঠে ঝরে/শুধু শিশিরের জল;/অঘ্রাণের নদীটির শ্বাসে/হিম হ'য়ে আসে/বাঁশপাতা—মরা ঘাস—আকাশের তারা;/বরফের মতো চাঁদ ঢালিছে ফোয়ারা;/ধানখেতে—মাঠে/জমিছে ধোঁয়াটে/ধারালো কুয়াশা;'।

ছবি: আহমাদ ইশতিয়াক/স্টার

ষড়ঋতুর এই দেশে বসন্তকে যেমন ঋতুর রাজা বলা হয়, হেমন্তও তেমনি পরিচিত ঋতুর রাণী হিসেবে। এই ঋতু তার পূর্ণ রূপ নিয়ে উদ্ভাসিত হয় এ অগ্রহায়ণেই।

আজ অগ্রহায়ণের প্রথম দিবস। বাংলায় অগ্রহায়ণ মানেই শস্যের উৎসব; ফসল কেটে ঘরে তোলার তোড়জোড়।

ছবি: আহমাদ ইশতিয়াক/স্টার

এখন ভোরে দিগন্তবিস্তৃত মাঠে পাকা ধানের ওপর বিছিয়ে থাকছে কুয়াশার চাদর। আর সন্ধ্যায় ঘাস-লতা-পাতা-ফুল-ফসলের গায়ে লেগে থাকছে শিশিরের ঘ্রাণ।

ছবি: আহমাদ ইশতিয়াক/স্টার

ফেনীর ফুলগাজী উপজেলার দক্ষিণ শ্রীপুর গ্রাম থেকে কুয়াশা-শিশিরের এই যুগলবন্দীর ছবিগুলো তুলেছেন দ্য ডেইলি স্টারের সাংবাদিক আহমাদ ইশতিয়াক

Comments

The Daily Star  | English
Aynaghar

DGFI destroyed evidence of 'Aynaghar': commission

The commission investigating enforced disappearances submitted its report to the chief adviser

9m ago