‘শর্তহীন সংলাপের’ আহ্বান জানিয়ে ৩ রাজনৈতিক দলকে ডোনাল্ড লু’র চিঠি

যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু। ছবি: সংগৃহীত

আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে দেশের রাজনৈতিক সংকট নিরসনে রাজনৈতিক দলগুলোর মধ্যে শর্তহীন সংলাপ চায় যুক্তরাষ্ট্র।

জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরকে পাঠানো এক চিঠিতে এ কথা জানান যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু।

আজ সোমবার ঢাকার বনানীতে জাতীয় পার্টির কার্যালয়ে মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস দলের চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদেরের (জিএম কাদের) সঙ্গে বৈঠক করেন। সেসময় জিএম কাদেরের কাছে ওই চিঠি হস্তান্তর করেন পিটার হাস।

মার্কিন সরকার বাংলাদেশে একটি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন দেখতে চায় বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে।

এ বিষয়ে জিএম কাদের দ্য ডেইলি স্টারকে বলেন, 'পিটার হাস বলেছেন যুক্তরাষ্ট্র বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ দেশ হিসেবে বাংলাদেশে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন চায়। এছাড়া নির্বাচন সংক্রান্ত অচলাবস্থা নিরসনে সব রাজনৈতিক দলকে নিঃশর্তভাবে সংলাপে বসতে দেখতে চায় মার্কিন সরকার।'

ডোনাল লু তাকে দেওয়া চিঠিতে দুটি বিষয় উল্লেখ করেছেন বলে জানান তিনি। এগুলো হলো- বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে নিঃশর্ত সংলাপ।

বৈঠক শেষে জাপা মহাসচিব মুজিবুল হক চুন্নু সাংবাদিকদের বলেন, 'পিটার হাস আওয়ামী লীগ ও বিএনপি নেতাদের কাছেও ডোনাল্ড লুয়ের একই চিঠি হস্তান্তর করেছেন।'

পিটার হাসের সঙ্গে ৪০ মিনিটের বৈঠকে চলমান রাজনৈতিক সংকট ও অন্যান্য বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলে জানান তিনি। বিকেল ৩টায় বৈঠক শুরু হয়।

কী নিয়ে আলাপ হয়েছে এ বিষয়ে বিস্তারিত জানাননি তিনি। বলেন, 'এগুলো অনানুষ্ঠানিক আলোচনা। আমরা অনেক বিষয়ে আলোচনা করেছি। মার্কিন রাষ্ট্রদূত চিঠিটি হস্তান্তর করতে এসেছিলেন।'

চিঠি পাওয়ার পর জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের তাদের সামনেই সেটি পড়েন বলে জানান তিনি।

জাপা মহাসচিব আরও বলেন, 'চিঠিতে কয়েকটি লাইন রয়েছে যাতে বলা হয়েছে যে যুক্তরাষ্ট্র বাংলাদেশে একটি অবাধ, সুষ্ঠু ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচন দেখতে চায়।'

আসন্ন নির্বাচন নিয়ে পিটার হাসকে জাতীয় পার্টি কিছু জানিয়েছে কি না জানতে চাইলে চুন্নু বলেন, 'নির্বাচন আমাদের অভ্যন্তরীণ বিষয়। নির্বাচন অবাধ ও সুষ্ঠুভাবে অনুষ্ঠানের দায়িত্ব নির্বাচন কমিশনের। সরকার এ বিষয়ে ইসিকে সহায়তা করবে।'

জাপা নির্বাচনে অংশ নেবে কি না জানতে চাইলে চুন্নু বলেন, 'নির্বাচনে অংশগ্রহণের জন্য তারা সব প্রস্তুতি নিয়েছেন। আমরা এখনো অপেক্ষা করছি যে সরকার (ভোট দেওয়ার জন্য) একটি অনুকূল পরিবেশ তৈরি করে কি না; ভোটাররা তাদের ইচ্ছায় এবং কোনো বাধা ছাড়াই তাদের ভোট দিতে পারে এমন পরিবেশ তৈরি করতে পারে কি না।'

তিনি আরও জানান, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের জন্য বর্তমানে অনুকূল পরিবেশ নেই বলে জাতীয় পার্টি মনে করে।

Comments

The Daily Star  | English

Dengue cases see sharp rise in early July

Over 1,160 hospitalised in first 3 days, total cases cross 11,000

10h ago