অবরোধের দ্বিতীয় দিনে রাজধানীর কয়েকটি পয়েন্টে যানজট

দুপুর ১২টায় যাত্রাবাড়ী এলাকার যানজটের চিত্র। ছবি: মো. আব্বাস/স্টার

বিএনপির ডাকা চতুর্থ দফার অবরোধের দ্বিতীয় দিনে ঢাকার সড়কে যান চলাচল আরও বেড়েছে।

আজ সোমবার সকালে অফিসগামী যাত্রীদের চাপের কারণে রাজধানীর কয়েকটি পয়েন্টে যানজটও দেখা গেছে।

এদিন সকাল থেকে বাংলামোটর, মগবাজার, কাকরাইল, নাইটিঙ্গেল মোড়, মতিঝিল, গেন্ডারিয়া, দয়াগঞ্জ ও যাত্রাবাড়ী মোড় এলাকা ঘুরে দেখা যায়, গতকালের তুলনায় সড়কে যাত্রীবাহী বাস, ব্যক্তিগত গাড়ি, সিএনজিচালিত অটোরিকশা ও মোটরসাইকেলের সংখ্যা তুলনামূলক বেশি।

এছাড়া মগবাজার, কাকরাইল, মতিঝিল ও যাত্রাবাড়ী এলাকায় সৃষ্ট যানজট ঢাকার স্বাভাবিক কর্মদিবসের কথা মনে করিয়ে দিয়েছে।

সরকার পতনের এক দফা দাবিতে ২৮ অক্টোবর মহাসমাবেশকে ঘিরে সংঘর্ষের পর বিএনপি হরতাল ডাকে। এরপর একে একে তিন দফায় সাত দিন অবরোধ কর্মসূচি পালন করেছে দলটি। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে পরবর্তী নির্বাচনের দাবিতে বিএনপির সঙ্গে সমমনা জোট ও দলও এ কর্মসূচি পালন করছে।

রোববার সকাল থেকে শুরু হয়েছে চতুর্থ দফার সড়ক, রেল ও নৌপথ অবরোধ, যা মঙ্গলবার ভোর ৬টা পর্যন্ত চলবে।

হরতাল-অবরোধের এই কর্মসূচির মধ্যে ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় যানবাহনে আগুন দেওয়ার ঘটনা ঘটছে।

Comments

The Daily Star  | English

Protests disrupt city life, again

Protests blocking major thoroughfares in Karwan Bazar and Shahbagh left the capital largely paralysed

15m ago