সাভারের বলিয়ারপুরে বাসে আগুন

আগুনে জ্বলছে তিতাস পরিবহনের বাস। ছবি: সংগৃহীত

সাভারের বলিয়ারপুর এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কের পাশে পার্ক করে রাখা একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা দ্য ডেইলি স্টারকে বলেন, 'আজ রোববার রাত সাড়ে ৯টার দিকে ঢাকাগামী লেনের পাশে পার্ক করা তিতাস পরিবহনের বাসে মোটরসাইকেলে আসা অজ্ঞাত দুজন আগুন দেয়।' 

'আমরা তাদের খুঁজে বের করার চেষ্টা করছি এবং সিসিটিভি ফুটেজ সংগ্রহ করছি', বলেন তিনি।

এর আগে, সাভারের মধুমতী হাউজিং ও হেমায়েতপুরে দুটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটে।

Comments