নজরুলের 'কারার ওই লৌহ কপাট' রিমেক করে তোপের মুখে এ আর রহমান

ছবি: সংগৃহীত

বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের লেখা গান 'কারার ঐ লৌহ কপাট' গানটি রিমেক করে তোপের মুখে পড়েছেন এ আর রহমান। তার করা গানটি 'পিপ্পা' সিনেমায় ব্যবহার করেছেন বলিউড নির্মাতা রাজা কৃষ্ণা মেনন। আর এই গানটি নতুন করে তৈরি করেছেন খ্যাতিমান সংগীত পরিচালক এ আর রহমান।

গানটি প্রকাশ পাওয়ার পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে বিতর্কের মুখে পড়েছেন অস্কার জয়ী তারকা এ আর রহমান। গানটির সুর বিকৃতি করা হয়েছে বলে অভিযোগ করছেন শ্রোতারা। সামাজিক যোগাযোগমাধ্যমে তারা নানা রকম মত প্রকাশ করেছেন এই এই গানটি নিয়ে।

নজরুলসংগীতের প্রখ্যাত শিল্পী শাহীন সামাদ দ্য ডেইলি স্টারকে বলেন, 'কারার ঐ লৌহকপাট রিমেক ভার্সনের জন্য আমি প্রতিবাদ করছি। গানটির এমন বিকৃতি করার তীব্র প্রতিবাদ জানাচ্ছি। সমস্ত নজরুলগানের সংগীতশিল্পীদের এক হয়ে এর প্রতিবাদ জানানো উচিত। কবি পরিবারের সবাই এগিয়ে এসে এটার প্রতিবাদ করবে আশা করছি। যারা নজরুলের গান পছন্দ করেন তাদের সোচ্চার হওয়া জরুরি।'

গানটি নিয়ে জাতীয় পুরস্কারপ্রাপ্ত সুরকার সংগীত পরিচালক শওকত আলী ইমন বলেন, 'আগের সুরটা কি ভাল ছিল না শ্রদ্ধেয় এ আর রহমান? এটি রবীন্দ্রসংগীত হলে আজ ত্রাহি ত্রাহি অবস্থা হতো। কবি কাজী নজরুল ইসলাম আমাদের জাতীয় কবি। এ গান নিয়ে এমন তামাশা এবং দুঃসাহস না দেখালে কি চলত না? যতদূর জানি নজরুলগীতির কপিরাইট আজ অব্দি উঠে যায়নি। যদি অনুমতি নিয়েও করে থাকেন, তবুও বলব কাজটা ঠিক হয়নি।'

Comments

The Daily Star  | English

Pope Francis dies at 88

He had recently survived a serious bout of double pneumonia.

6m ago