বাড্ডায় বাসে আগুন
রাজধানীর বাড্ডায় একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
আজ বৃহস্পতিবার দুপুরে রাইদা পরিবহনের বাসটিতে আগুন দেওয়ার ঘটনা ঘটে।
বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম।
তিনি জানান, আজ দুপুর ২টা ২৫ মিনিটের দিকে বাড্ডার শাহজাদপুর এলাকায় বাসে আগুন ধরিয়ে দেওয়ার ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
অন্যদিকে তেজগাঁও শিল্পাঞ্চল জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার হাফিজ আল ফারুক জানান, মগবাজার এলাকা থেকে একটি বাসে আগুন দেওয়ার সময় এক বোতল পেট্রল, গ্যাস লাইটার ও ব্যবহৃত কাপড়সহ বিএনপির দুই নেতাকর্মীকে আটক করা হয়েছে।
Comments