আইসিসি ক্রিকেট বিশ্বকাপ ২০২৩

বাংলাদেশের বিপক্ষে খেলবেন ম্যাক্সওয়েল, প্রত্যাশা হ্যাজলউডের

অস্ট্রেলিয়া শেষ চার নিশ্চিত করে ফেলায় বাংলাদেশের বিপক্ষে মাঠে নামা খুব গুরুত্বপূর্ণ নয় ম্যাক্সওয়েলের জন্য।

বাংলাদেশের বিপক্ষে খেলবেন ম্যাক্সওয়েল, প্রত্যাশা হ্যাজলউডের

বাংলাদেশের বিপক্ষে খেলবেন ম্যাক্সওয়েল

কী দুর্দান্ত এক ইনিংস খেলে আফগানিস্তানকে প্রায় একাই হারিয়ে দিলেন গ্লেন ম্যাক্সওয়েল। তবে সেই অবিস্মরণীয় ম্যাচ খেলার পথে দুই পায়েই ক্র্যাম্পের জন্য ভুগেছেন এই অলরাউন্ডার। মাঠে থাকাই কঠিন হয়ে গিয়েছিল তার জন্য। তবে বাংলাদেশের বিপক্ষে ম্যাচ খেলার আগেই ম্যাক্সওয়েল সম্পূর্ণ সুস্থ হয়ে উঠবেন বলে আশা করছেন তার সতীর্থ জস হ্যাজলউড।

ওয়াংখেড়ে স্টেডিয়ামে মঙ্গলবার এক পর্যায়ে ক্র্যাম্পের কারণে যন্ত্রণাদায়ক ব্যথা ভোগ করেছিলেন ম্যাক্সওয়েল। ১২৮ বলে ২০১ রানের অবিশ্বাস্য ইনিংসের পথে এই যন্ত্রণার জন্য ব্যক্তিগত ১৪৭ রানে উভয় পায়ে ক্র্যাম্প নিয়ে পিচে পড়ে গিয়েছিলেন তিনি। শুয়ে থাকার সময় পিঠেও টান লাগে তার। তখন মাঠ ছাড়ার সিদ্ধান্তও নিয়ে ফেলেছিলেন। তবে শেষ পর্যন্ত খেলেছেন।

তবে বাংলাদেশের বিপক্ষে ম্যাচে সম্পূর্ণ সুস্থ ম্যাক্সওয়েলকে পাবেন বলেই আশা করছেন হ্যাজলউড, 'হ্যাঁ, আমি তাই মনে করি। এটি আপনার হাইড্রেশন পাওয়ার ব্যাপার এবং আপনার ওজনকে আগের জায়গায় ফিরিয়ে আনবে। আমি মনে করি না সে খুব বেশি কিছু করবে এবং কয়েক দিনের মধ্যেই ফিরে আসবে।'

পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে আগামী শনিবার বাংলাদেশের মুখোমুখি হচ্ছে অস্ট্রেলিয়া। তবে এরমধ্যেই শেষ চার নিশ্চিত করে ফেলেছে অস্ট্রেলিয়া। এমনকি চূড়ান্ত হয়ে গেছে প্রতিপক্ষও। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ইডেন গার্ডেন্সে তাদের দ্বিতীয় সেমি-ফাইনাল খেলবে তারা। ফলে বাংলাদেশের বিপক্ষে মাঠে নামা খুব জরুরী নয় ম্যাক্সওয়েলের জন্য।

তবে অজিদের জন্য ম্যাচটি নিয়ম রক্ষার হলেও বাংলাদেশের জন্য ম্যাচটি বেশ গুরুত্বপূর্ণ। অন্য দলগুলোর ফলাফল পক্ষে না পেলে এই ম্যাচে নির্ভর করতে পারে বাংলাদেশের আগামী চ্যাম্পিয়ন্স ট্রফির সমীকরণ। বর্তমানে ৪ পয়েন্ট নিয়ে আট নম্বরে রয়েছে টাইগাররা।

Comments

The Daily Star  | English

'Shoot directly': Hasina’s deadly order

Months-long investigation by The Daily Star indicates state forces increased deployment of lethal weapons after the ousted PM authorised their use

3h ago