এপিসির ভেতরে বিস্ফোরণে কবজি উড়ে গেল পুলিশ সদস্যের

আহত পুলিশ সদস্যদের অটোরিকশায় করে নিয়ে যাওয়া হয়। ছবি: সংগৃহীত

গাজীপুরের ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে আন্দোলনরত শ্রমিকদের সঙ্গে সংঘর্ষের সময় পুলিশের সাঁজোয়া যানের (এপিসি) ভেতরে সাউন্ডগ্রেনেড বিস্ফোরণে এক পুলিশ সদস্যের কবজি উড়ে গেছে। এই ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত পাঁচ জন পুলিশ সদস্য।

আজ বুধবার বিকেল সাড়ে ৩টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের নাওজোড় এলাকায় এই ঘটনা ঘটে। সেখানে শ্রমিকদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইন-চার্জ বাচ্চু মিয়া দ্য ডেইলি স্টারকে বলেন, আহত তিন পুলিশ সদস্যকে সন্ধ্যা সোয়া ৬টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়েছে। তারা হলেন কনস্টেবল ফুয়াদ হাসান (৩০), মোরশেদ খান (৩০) এবং উপপরিদর্শক প্রবীর।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মাহবুব আলম দ্য ডেইলি স্টারকে বলেন, এপিসির মধ্যে একটি দুর্ঘটনায় কমপক্ষে ছয় জন পুলিশ সদস্য আহত হয়েছেন। আমরা ধারণা করছি এপিসির ভেতরে একটি সাউন্ড গ্রেনেডের পিন খুলে বা অন্য কোনো ভাবে চার্জড হয়ে এই দুর্ঘটনা ঘটে।

Comments

The Daily Star  | English