গাবতলীতে বাস আছে, যাত্রী নেই

বুধবার সকালে ফাঁকা গাবতলী। ছবি: শাহীন মোল্লা/স্টার

তৃতীয় দফায় বিএনপির ডাকা দেশব্যাপী ৪৮ ঘণ্টার অবরোধের প্রথম দিনে গাবতলী বাস টার্মিনাল অন্য দিনের তুলনায় একেবারেই ফাঁকা রয়েছে।

যাত্রী না থাকায় ভোর থেকে সকাল সোয়া ১০টা পর্যন্ত গাবতলী থেকে কোনো দুরপাল্লার বাস ছেড়ে যায়নি। ২-৪ জন যাত্রী থাকলেও তাদের নিয়ে বাস ছাড়ছে না।

স্ত্রী ও সন্তানসহ গাবতলীতে বাসের জন্য অপেক্ষা করছিলেন আনোয়ার হোসেন। তিনি দ্য ডেইলি স্টারকে বলেন, 'আমার ভাইয়ের মেয়ে রাত ৩টার দিকে মারা গেছে। যত দ্রুত সম্ভব আমাদের ফরিদপুর পৌঁছাতে হবে।'

'দীর্ঘসময় অপেক্ষা করলাম। ডিরেক্ট বাস পাইনি। এখন ভেঙে ভেঙে যাব। অবরোধে নিরাপত্তার সমস্যা থাকলেও আমাদের যেতে হবে,' বলেন তিনি।

বাস ছাড়ার বিষয়ে জানতে চাইলে সূর্যমুখী পরিবহনের বাস কন্ডাকটার জুয়েল হাওলাদার বলেন, 'বাস ছাড়ার জন্য চাপ আছে। ৮-১০ জন যাত্রী পেলেই বাস রওনা দিবে। ১১টার মধ্যেই বাস ছাড়ার ইচ্ছা। কিন্তু যাত্রী নাই।'

একই কথা জানান শ্যামলী পরিবহনের স্টাফ রনি শীল। তিনি বলেন, 'সকাল সোয়া ১০টার মধ্যে একটা গাড়িও ছাড়তে পারিনি। যাত্রী একেবারেই নাই। যদি ৮-১০ যাত্রীও পাওয়া যায় তাহলেও বাস ছাড়ব। বাস ছাড়ার জন্য আমাদের ওপরে চাপ আছে। লস করে হলেও বাস ছাড়তে হবে।'

সরকারের পদত্যাগের এক দফা দাবি আদায়ে বিএনপির তৃতীয় দফায় দেশব্যাপী ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি চলছে। বুধবার সকাল ৬টায় শুরু হওয়া এ কর্মসূচি চলবে শুক্রবার (১০ নভেম্বর) সকাল ৬টা পর্যন্ত।

Comments

The Daily Star  | English
health reform

Priorities for Bangladesh’s health sector

Crucial steps are needed in the health sector for lasting change.

10h ago