আইসিসি ক্রিকেট বিশ্বকাপ ২০২৩

অনুশীলনে চোট পেয়েছেন মুশফিক

রোববার দুপুর থেকে অরুণ জেটলি স্টেডিয়ামে অনুশীলন ছিল বাংলাদেশ দলের। অধিনায়ক সাকিব আল হাসান, লিটন দাস, নাজমুল হোসেন শান্তরা একে একে সবাই নামেন নেটে। মুশফিকের পালা আসতে ঘটে অঘটন

দিল্লি থেকে

অনুশীলনে চোট পেয়েছেন মুশফিক

অনুশীলনে চোট পেয়েছেন মুশফিক

থ্রো ডাউনে ব্যাট করছিলেন মুশফিকুর রহিম। আচমকা একটি বল লাফিয়ে বাজেভাবে আঘাত করে তার হাতে। চোট পেয়ে অনুশীলন থামিয়ে পরে হাতের শুশ্রূষা করেন তিনি। পরে উঠে দাঁড়িয়ে চেষ্টা চালিয়েও স্বস্তি-বোধ করেননি আর অনুশীলনে। 

রোববার দুপুর থেকে অরুণ জেটলি স্টেডিয়ামে অনুশীলন ছিল বাংলাদেশ দলের। অধিনায়ক সাকিব আল হাসান, লিটন দাস, নাজমুল হোসেন শান্তরা একে একে সবাই নামেন নেটে। মুশফিকের পালা আসতে ঘটে অঘটন। থ্রো ডাউনে আহত হয়ে অনুশীলন থামানোর পর চিকিৎসক দৌড়ে এসে তাকে বরফ দিয়ে হাত বেধে দেন। 

কিছুক্ষণ শুশ্রূষার পর আরও দুটি বল খেলেন তিনি, কিন্তু স্বস্তি বোধ না করায় পরে নেট ছেড়ে বেরিয়ে যেতে দেখা যায় বাংলাদেশ দলের কিপার ব্যাটারকে। 

মুশফিকের অবস্থা তাৎক্ষিণকভাবে জানাতে পারেনি বিসিবির মেডিকেল বিভাগ। পর্যবেক্ষণ করে পরে বোঝার চেষ্টা করা হবে তার অবস্থা। 

মুশফিককে নিয়ে অনিশ্চয়তা তৈরি হলে একটু বিপাকে পড়বে বাংলাদেশ দল। স্কোয়াডে আর কোন বাড়তি ব্যাটার না থাকায় একাদশের সমন্বয় তৈরি করা হবে কঠিন। 
 

Comments

The Daily Star  | English
Pathways to a new political order

Pathways to a new political order

The prospects for change are not without hope in Bangladesh.

9h ago