১৫ দিনে ঢাকা মহানগরে ২১৭২ জন গ্রেপ্তার: ডিএমপি

ডিএমপি

গত ২১ অক্টোবর থেকে গতকাল পর্যন্ত ১৫ দিনে রাজধানীতে সাম্প্রতিক সহিংসতার ঘটনায় ঢাকা মেট্রোপলিটন এলাকায় ২ হাজার ১৭২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

ডিএমপি মিডিয়া সেন্টারের তথ্য অনুযায়ী, বিএনপির হরতাল-অবরোধের পর সহিংসতা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় ২৮ অক্টোবর থেকে গতকাল পর্যন্ত মোট ৮৯টি মামলা দায়ের করা হয়েছে।

মামলার মধ্যে পল্টন থানায় ১৪টি, রমনা ও শাহজাহানপুর থানায় ছয়টি, পল্লবী ও ভাটারা থানায় পাঁচটি করে মামলা হয়েছে।

Comments