অভিনেত্রী হুমায়রা হিমু মারা গেছেন
টেলিভিশন নাটকের অভিনেত্রী হুমায়রা হিমু মারা গেছেন।
তার মৃত্যুর বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন অভিনয়শিল্পী সংঘের সভাপতি আহসান হাবিব নাসিম।
তিনি বলেন, 'আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টায় উত্তরা বাংলাদেশ মেডিকেলে নেওয়া হলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। কী হয়েছিল সেটা পরে জানানো হবে।'
হুমায়রা হিমু মঞ্চ নাটকের মাধ্যমে ২০০৬ সালে অভিনয়ে আসেন। টেলিভিশনে 'ছায়াবীথি' নাটকে প্রথম অভিনয় করেন তিনি। একই বছর 'প্রাইভেট ইনভেস্টিগেটর' নামের একটি টিভি সিরিয়ালে অভিনয় করেন।
তারপর 'বাড়ি বাড়ি সারি সারি', 'হাউজফুল', 'গুলশান এভিনিউ'সহ অনেক নাটকে অভিনয় করে আলোচিত হয়েছিলেন। কিছুদিন আগে 'চাপাবাজ', 'বাকেরখনি', 'বউ বিরোধ', 'গোলমাল', 'নানান রঙের মানুষ' ও 'গিনিস বুকে নাম' নাটকগুলোতে অভিনয় করেছেন হুমায়রা হিমু।
Comments