১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১৮ টাকা বেড়ে ১৩৮১
তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) ১২ কেজি সিলিন্ডারের দাম ১৮ টাকা বাড়িয়ে এক হাজার ৩৮১ টাকা নির্ধারণ করা হয়েছে।
আজ বৃহস্পতিবার বিইআরসির হল রুমে সংবাদ সম্মেলন করে নতুন দর ঘোষণা করেন বিইআরসি চেয়ারম্যান মো. নূরুল আমিন।
এর আগে গত মাসে এর দাম ছিল এক হাজার ৩৬৩ টাকা।
যদিও বিইআরসি প্রতি মাসেই দর নির্ধারণ করে দেয়, তবে বহুদিন ধরে ব্যবসায়ীরা এই নির্দিষ্ট দাম মানে না বলে অভিযোগ ভোক্তাদের।
Comments