রাঙ্গামাটিতে ট্রেইনি রিক্রুট কনস্টেবলদের সমাপনী কুচকাওয়াজ, সনদ বিতরণ

রাঙ্গামাটিতে ট্রেইনি রিক্রুট কনস্টেবলদের কুচকাওয়াজ। ছবি: সংগৃহীত

রাঙ্গামাটিতে ট্রেইনি রিক্রুট কনস্টেবলদের ১৫তম ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ ও সনদ বিতরণ হয়েছে।

ছয় মাসের মৌলিক প্রশিক্ষণ শেষে গতকাল রোববার সকালে বেতবুনিয়ায় পুলিশ স্পেশাল ট্রেনিং স্কুল (পিএসটিএস) মাঠে এ অনুষ্ঠান আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথি ছিলেন রেলওয়ে পুলিশ হেডকোয়ার্টার্সের অ্যাডিশনাল ইন্সপেক্টর জেনারেল মো. দিদার  আহম্মদ।

এসময় আরও উপস্থিত ছিলেন বেতবুনিয়া পিএসটিএসের কমান্ড্যান্ট (অ্যাডিশাল ডিআইজি) মো. আব্দুস সোবহান, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি নুরে আলম মিনা প্রমুখ।

প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজে প্যারেড কমান্ডার ছিলেন চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশের সহকারী পুলিশ সুপার মো. মারেফুল করিম।

কুচকাওয়াজ অনুষ্ঠান শেষে প্রধান অতিথি প্রশিক্ষণার্থীদের হাতে সনদপত্র তুলে দেন। 

Comments

The Daily Star  | English

Torch procession at DU demanding justice for JCD leader Shammo

The procession, under the banner of "Students Against Terrorism", began around 8:20pm

49m ago